ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করার উপায়

Share Now!
ইনস্টাগ্রাম স্টোরিজ
ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করার উপায়

ইনস্টাগ্রাম স্টোরিজ – সুবিধাকে কাজে লাগিয়ে খুব সহজে ৬০ সেকেন্ডের Video তৈরি করে Share করা যায়। Instagram Stories এর বৈশিষ্ট্য হল ভিডিও বা ছবি Share করার পর পোস্ট গুলো স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর মুছে য়ায়।

অনেকেই নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিও পোস্ট করেন। এখন থেকে চাইলে নিজেদের তৈরি ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও গুলো ফেসবুকে শেয়ার করতে পারবেন। ফলে আলাদাভাবে ফেসবুকে্র জন্য ভিডিও আপলোড করতে হবে না। আর এই সুবিধা নিতে অবশ্যই FacebookInstagram আইডি একে অপরের সাথে সংযোগ থাকতে হবে।

ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করার উপায়

ইনস্টাগ্রাম থেকে ফেসবুক স্টোরিজে ভিডিও শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ইনস্টাগ্রামের প্লাস আইকন থেকে স্টোরিজ অপশনে ক্লিক করতে চলিচ

এরপর বাম পাশের ওপরে থাকা Setting আইকনে Click করতে হবে।

এবার Stories Option নির্বাচনের পর স্ক্রল করে নিচে আসলে দেখাতে পাবেন শেয়ারিং অপশন।

এরপর শেয়ার ইউর স্টোরি টু ফেসবুক ( Share Your Story To Facebook) অপশনটিতে  টগল করলে ইনস্টাগ্রামে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটি স্বয়ংক্রিয়ভাবে লিংক করা ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাবে।

কোন নির্দিষ্ট Stories Video ফেসবুকে শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার সময়ই স্টোরিজের নিচে থাকা Facebook Icon এ ক্লিক করতে হবে। এর ফলে ভিডিওটি ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও দেখা যাবে।

একই ভাবে ফেসবুকের ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন। এ জন্য প্রথমে ফেসবুক অ্যাপ চালু করতে হবে।

এরপর ক্রিয়েট আ স্টোরি (Create a Story) অপশনে Click করতে হবে। এরপর সেটিংস আইকন নির্বাচন করে নিচে থাকা Always Share To Instagram টগলটি চালু করতে হবে। 

এরপর আপনি ফেসবুকে ভিডিও বা ছবি পোস্ট করলেই তা একি সাথে Instagram ও পোস্ট হয়ে যাবে।

আরও পড়ুনঃ 

>> Amazon Affiliate Marketing for beginners | Amazon Secret Tips 2022 | Make Money From Amazon

>> Microsoft Excel Bangla Tutorial Full Course | Home | MS Office 2022

>> এবার ইউটিউব শর্টস থেকে আয় করতে পারবেন নির্মাতাগন

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.