নানা সুবিধা নিয়ে হাজির কালারওএস ৭ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম #Android Color OS 7

Share Now!

Color os7

স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক Operating System কালারওএস ৭  উন্মুক্ত করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড  OPPO , এ বছরের এপ্রিল থেকেই বেশ কিছু মডেলের ফোনে কালারওএস ৭ অপারেটিং সিস্টেম আপডেট দেয়া শুরু করেছে। এ তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে আরো বেশ কিছু স্মার্টফোন যার মধ্যে আছে রেনো, ফাইন্ড এবং এফ সিরিজ

নানা সুবিধা নিয়ে হাজির কালারওএস ৭ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম #Android Color OS 7

কালারওএস ৭ এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে । অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এই অপারেটিং সিস্টেমটিতে থাকছে Infinity Design Feature। স্মুথ ও দ্রুতগতির পারফরম্যান্স, আরো সমৃদ্ধ প্রাইভেসি প্রটেকশনের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এই অপারেটিং সিস্টেমটিতে । যার মধ্যে আছে সোলুপ, ফোকাস মোড, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট

আরও পড়ুন : ফাইবারে কাজ পেতে যা যা করতে পারেন – সহজে প্রচুর কাজ পাবেন ফাইভার মার্কেটপ্লেসে

কালারওস৭  অফিসিয়াল সংস্করণ উন্মুক্ত করার আগে বিশ্বের প্রায় ৯২ হাজার পরীক্ষক অপারেটিং সিস্টেমটির বিভিন্ন ত্রুটি পর্যালোচনা করেন। এর ভিত্তিতে পরীক্ষামূলক সংস্করণ থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় সব ত্রুটি দূর করে চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়।

বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে ৩৫ কোটির বেশি মানুষ কালারওএস৭ ব্যবহার করছেন এবং এটি ৮০টির বেশি ভাষা সমর্থন করে।

 

আরও পড়ুন : ফ্রিল্যান্সিং কাজের চাহিদা বাড়ছে – Freelancing Work

দেশে এরই মধ্যে অপো রেনো, আর১৭ প্রো, এফ১১ এবং এফ১১ প্রো স্মার্টফোনের জন্য কালারওএস ৭ আপডেট উন্মুক্ত করা হয়েছে। এ বছর বাজারে আসা এফ১৫ স্মার্টফোনে কালারওএস৭  আপডেট পাওয়া যাবে আগামী মাসেই।

আরও পড়ুন :  ফ্রিল্যান্সিংয়ের ৭ টি জনপ্রিয় কাজ ! উপার্জন করতে পারবেন লক্ষ টাকা

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে । আপনি কি? এই তথ্যগুলো আগে থেকেই জানতেন? কমেন্ট এর মাধ্যমে জানাবেন। লেখাটি ভাল লেগে থাকলে বন্দুদের মাঝে শেয়ার করুন ।আপনি কোন, বিষয়ে জানতে চান অথবা ভাল পরামর্শ দানে কমেন্ট করুন ।ধন্যবাদ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.