বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হল ফেসবুক রিলস

Share Now!
ফেসবুক রিলস
বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হল ফেসবুক রিলস

ফেসবুক রিলস – বর্তমানে শর্ট ভিডিও শেয়ারিং সাইট টিকটক বেশ জনপ্রিয় এর ধারে কাছে কেহ আসতে পারছে না। টিকটকের পাশাপাশি Likee, Snapchat সহ এই ধরনে শর্ট ভিডিও সাইট গুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

তাই তো সব বিনোদন প্রেমি মানুষগুলো এদিকেই ঝুকছে। এই কারনে সবচেয়ে বড় টেক জায়ান্ট কোম্পানি Google ও Facebook তারাও শর্ট ভিডিও শেয়ার করার অপশন দিচ্ছে এর সাথে সাথে অর্থ উপার্জনে বাবস্থা করে দিচ্ছে।

এরি ধারবাহিকতায় বাংলাদেশিদের জন্য ফেসবুক রিলস চালু করল টেক জায়ান্ট মেটা। ২০২২ সালের আগস্টে প্রথম Instagram এ রিলস চালু করে Meta । এতি মধ্য IOs এবং Android Operating Device এর মাধমে ব্যবহারকারী ক্রিয়েটর ও দর্শকরা সংক্ষিপ্ত ও বিনোদনমূলক ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হল ফেসবুক রিল

বাংলাদেশি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এতি মধ্য হ্যাশট্যাগ #ReelDeshi ব্যবহার করে তাদের রিল শেয়ার করেছেন। এর পাশাপাশি তারা অন্যদেরকে Short Video তৈরি করার জন্য উৎসাহ দিচ্ছেন। এই Facebook Reels মুলত এক মিনিটের ভ্রমণ গল্প, নাচের চ্যালেঞ্জ, এমন কি রেসিপির রিলগুলোতে বাংলাদেশের ঐতিহাসিক স্থান, সঙ্গীত এবং খাবারের এক ঝলক দেখে নেওয়া যাচ্ছে।

Facebook Meta র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটের ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, “Meta সবসময় দর্শকদের বিনোদিত করার জন্য নতুন নতুন উপায় নিয়ে কাজ করে থাকেন।

Instagram Reels বাংলাদেশি Content Creator দের অনুপ্রাণিত করে আসছে। ফেসবুক ব্যবহারকারীরা এখন আরও বিনোদনমূলক কন্টেন্ট খুঁজে পাবেন এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটররা নতুন দর্শকদের কাছে নিজ নিজ সার্ভিস পৌঁছাতে পারবেন। আমরা আশা করছি যে, ফেসবুক রিলস বাংলাদেশি ফেসবুক কমিউনিটির জন্য সৃজনশীলতার একটি নতুন দার উন্মেচিত হবে। 

টেক জায়ান্ট মেটা-র গবেষণা অনুসারে, ব্যবহারকারিগন ফেসবুকে কাটানো সময়ের ৫০ শতাংশের বেশি সম্য ব্যয় করে থাকেন ভিডিও দেখে। মজার ও বিনোদনমূলক সংক্ষিপ্ত ভিডিও দেখে কিংবা তৈরি করার মাধ্যমে নিজের পছন্দের অভিরুচি প্রকাশ করে থাকেন। এতে তারা ভিডিও রেকর্ড, গান নির্বাচন, ছবি সংযোগ এবং টাইমড টেক্সট যোগ করে সৃষ্টিশীলতা প্রকাশ করে থাকেন। 

আরও পড়ুনঃ

>> ইনস্টাগ্রাম স্টোরিজ ভিডিও ফেসবুকে শেয়ার করার উপায়

>> Amazon Affiliate Marketing for beginners | Amazon Secret Tips 2022 | Make Money From Amazon

>> এবার ইউটিউব শর্টস থেকে আয় করতে পারবেন নির্মাতাগন

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.