ফ্রিল্যান্সিংয়ের ৭ টি জনপ্রিয় কাজ ! উপার্জন করতে পারবেন লক্ষ টাকা

Share Now!

৫০ পেরিয়েও যেভাবে আপনার আয় বাড়াবেন

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, আপনার ইচ্ছে মতো সময় কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। যদি আপনার দক্ষতা থাকে তাই আজ আলোচনা করবো ৭টি জনপ্রিয় ফ্রীল্যান্কিং কাজ নিয়ে আশা করি পুরো পোস্ট টি পড়বেন।

আরও পড়ুনঃ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং – আউটসোর্সিং এর কাজ করে বাড়তি উপার্জন করুন।

ধারণা করা যাচ্ছে যে , আগামীতে দিনে  আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের  সর্ব বৃহৎ সেক্টর হবে ফ্রিল্যান্সি আউটসোর্সিং সেক্টর, আমাদের সরকার উদ্যোগ নিয়েছে ২০২৪ সালের মধ্যে গার্মেন্টস সেক্টরের পর ফ্রীল্যান্কিং সেক্টর থেকে সর্বাধিক রেমিট্যান্স আসবে।দেশের প্রায় আড়াই লাখের অধিক তরুণ -তরুণী ফ্রিল্যান্সিংয়ে জড়িত আছে। এর পরিমাণ ক্রমেই বাড়ছে, আমাদের সরকার উদ্যোগ নিয়েছে ফ্রিল্যান্সারদের বাসরিক আওয়ার্ড ও ফ্রীলান্সার মেম্বারশিপ এবং আই ডি কার্ড দেবার।ইতিমধ্যে সরকার ফ্রীল্যান্কিং এসোসিয়েশন করে দিয়েছে।

অনেকেরই সফলরা দেখে অনুপ্রাণিত হবে না বুঝেই ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।এর কারণে মার্কেটপ্লেস গুলোতে নেতিবাচক প্রভাব পরে আমাদের দেশের উপর।তবে কাজে নামার আগে কোন কাজটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বেশি জনপ্রিয় বা আপনি করতে পারবেন  এসব বিষয় ভালোভাবে জেনে নেওয়া উচিত। ফ্রিল্যান্সিংয়ের এমনই জনপ্রিয় ৭টি কাজ নিয়ে আজকের লেখা।

আরও পড়ুনঃ ভুয়া খবরের ‘সংক্রমণ’ রুখতে নতুন ফিচার আনল Twitter!

ফ্রিল্যান্সিংয়ের ৭ টি জনপ্রিয় কাজ ! উপার্জন করতে পারবেন লক্ষ টাকা ।

 

Content Writing – কনটেন্ট রাইটিং

Blogging  – ব্লগিং 

Search Engine Optimization (SEO) – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

Web Development – ওয়েব ডেভেলপমেন্ট

Graphics Design – গ্রাফিক্স ডিজাইন

Affiliate Marketing – অ্যাফিলিয়েট মার্কেটিং

Email Marketing – ইমেইল মার্কেটিং 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.