হযরত আদম (আঃ) এর জীবনী | Life of Adam and Lessons from it (2021) | মিজানুর রহমান আজহারি

Share Now!

প্রফেট সিরিজের প্রথম এপিসোড— হযরত আদম (আঃ) এর জীবনী এবং আমাদের শিক্ষা | Life of Adam and Lessons from it. Do listen & Share the Khayyam. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন

হযরত আদম (আঃ) এর জীবন কাহিনী নিয়ে আমাদের এই অ্যাপটির আয়োজন করা হয়েছে।হযরত আদম হচ্ছে মহান আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ।আদম আঃ হচ্ছে প্রথম নবী।

হযরত আদম (আঃ) এর জীবনী

কুরআনে আদম (আ:)-এর নাম ১০টি সুরার ৫০ আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারা, সুরা আলে ইমরান, সূরা আল আরাফ, সূরা ইসরা, সূরা আল কাহফ এবং সূরা ত্বোয়া-হাতে তার নাম, গুনাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। সূরা আল হিজর ও সূরা ছোয়াদে শুধু গুণাবলী এবং সূরা আল ইমরান, সূরা আল মায়িদাহ এবং সূরা ইয়াসীনে আনুষঙ্গিক রুপে শুধু নামের উল্লেখ আছে।

আরও পড়ুনঃ হজরত নূহ (আ:) এর জীবনী এবং আমাদের শিক্ষা | Life of Nuh and Lessons from it | মিজানুর রহমান আজহারি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.