KN 95 মাস্ক কি? – কোথায় পাবেন পাইকারি ও খুচরা মূলে দেখুন

Share Now!

বর্তমান ভয়াবহ ভাইরাসে নাম করোনা ভাইরা। এই বৈশ্বিক মহামারী করোনা আতঙ্কে আছে গোটা বিশ্ব । এই ভাইরা সহ অনেক রোগ জীবাণু থেকে সুরক্ষিত থাকতে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক বাবহারে পরামর্শ দিয়েছেন। কারন এই ভাইরা হাঁচি- কাশি ও হাতের সংস্পর্শে ছড়ায় । তাই তো ভালমানের মাস্ক ব্যবহার করা উচিৎ ।

KN 95 মাস্ক কি?

কে এন৯৫ মাস্ক বা এন৯৫ রেসপিরেটর হল একটি মুখে দেয়া বস্তুকণা-পরিশোধন রেসপিরেটর যেটি  USA সংস্থা National Institute for Occupational safety and  health  এর বায়ু পরিশোধন এন৯৫ এর মানদণ্ড অনুযায়ী তৈরী করা হয়েছে, যার মানে হল এটির মাধ্যমে অন্তত ৯৫% বালুকণা পরিশোধিত হয়।

এন৯৫  পুরোপুরি তেল প্রতিরোধী তা কিন্তু নয়; আরেকটি মানদণ্ড হল, P95 , যেখানে এই তেল প্রতিরোধী কার্যকর হবে। N95 সাধারণত বস্তুকণা পরিশোধন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি মুলত যান্ত্রিক পরিশোধন রেসপিরেটর যা বালুকণা থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দেয় কিন্তু ,গ্যাস বা বাষ্পের বিরুদ্ধে কাজ করে না  ।

এই এন৯৫ মাস্কের সাথে আরো অন্য রেসপিরেটর যুক্ত থাকতে পারে যা অনেক দেশে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী  করে থাকে । যেমন টা  ইউরোপীয় ইউনিয়নে FFP2 রেসপিরেটর ব্যবহার করে এবং চীনে কেএন৯৫ (KN95) রেসপিরেটর বাবহার করে । এই KN95 মাস্ক উপরোক্ত সবগুলো বিষয়ে কাজ করে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞ গন।

KN95 মাস্ক  বানানোর জন্য  synthetic polymer  ফাইবারের সূক্ষ্ম জাল লাগে,  যার দ্বারা ভিতরে  পরিশোধন স্তর তৈরী করা হয় । আর এই অভ্যন্তরীণ স্তরেই সকল বিপজ্জনক দূষিত কণা পরিশোধিত করে থাকে ।

বিস্তারিত দেখুন

 

সার্জিক্যাল মাস্ক

সার্জিক্যাল মাস্ক মুলত লুজ ফিটিং disposable mask , যা মুখ ও নাকের মধ্যে বাধা তৈরি করার জন্য কাজ করে। অপারেশন থিয়েটার বা ল্যাবরেটরি তে  যাঁরা কাজ করেন, তাঁদের জন্য এ মাস্ক বাবহারে  সুপারিশ করা হয়ে থাকে। এ ধরনের মাস্ক ব্যবহার করা হয় যাতে নাক ও মুখ থেকে জীবাণু হাঁচি -কাশি বের হয়ে কন্টামিনেশন না ঘটাতেপারে। এগুলো মুলত অনে টাইম, পুনরায় বা একাধিক ব্যক্তি ব্যবহার করা জায় না  সুস্থ লোকের জন্য সার্জিক্যাল মাস্ক  অথবা কাপরের  মাস্ক পরার পরামর্শ  অনেক বিশেষজ্ঞ দের ।

 

বিস্তারিত দেখুন

 

– কোথায় পাবেন পাইকারি ও খুচরা মূলে দেখুন

N95 Mask নিয়ে অনেক ধুয়াশা আছে । যে মাস্ক আপনার জীবাণু ও ধুলাবালি রোধ করা কথা  কিন্তু  হিতে বিপরীত হছে , নকল N95 Mask দিয়ে । আমার কাছে খুবই বিশ্বস্ত Supply কোম্পানি আছে, যার ১০০% গ্যারান্টি দিয়ে বিক্রি করছে  ।আপনারা চাহিলে এখান থেকে কিনতে পারেন।

Order Now

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: This Content is CopyWrite Protected !! BY DMCA