টিকটক অ্যাকাউন্ট নিরাপদ রাখার ৫ টি গুরুত্বপূর্ণ পরামর্শ

Share Now!

টিকটক অ্যাকাউন্ট – ছোট আকারের ভিডিও সহজে তৈরি করে অর্থ উপাজন করা যায় বলে বতমান সময়ে  তরুণ-তরুণীদের কাছে খুবি জনপ্রিয়  Shorts ভিডিও। আর শর্টস ভিডিও প্লাটফর্ম এর মধ্য TikTok সবার পছন্দের শীষে। কিন্তু টিকটকে অনেকেই বিভিন্ন ভাবে হয়রানি বা সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন।

তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে টিকটকে নিরাপদ থাকা যায়। আজ আমরা আলোচনা করব টিকটক অ্যাকাউন্ট নিরাপদ রাখার ৫ টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক—

টিকটক অ্যাকাউন্ট নিরাপদ রাখার ৫ টি গুরুত্বপূর্ণ পরামর্শ

১। অ্যাকাউন্ট ব্লক (Account Block)

টিকটকে অনেকই অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে অবাঞ্ছিত বার্তা পেয়ে থাকেন। কেউ আবার বিভিন্ন ধরনের হয়রানিমূলক ঘটনার সন্মুখিন হয়ে থাকেন। আপনি চাইলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে পারেন। যে  আপনাকে অবাঞ্ছিত বার্তা বা হয়রানিমূলক কাজ করছে  তার অ্যাকাউন্ট ব্লক করে  এই সমস্যার সমাধান করতে পারেন।

এ জন্য আপনাকে প্রথমে যে কাজ করতে হবে তা হল, যে অ্যাকাউন্টটি ব্লক করতে চান সেটির প্রোফাইল অপশনে প্রবেশ করতে হবে।

এরপর ওপরের ডানদিকে থাকা ৩ ডট (…) আইকনে ট্যাপ করুন, এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এবার ব্লক বাটন লেখা Option টিতে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে।

২। অ্যাকাউন্ট ব্যক্তিগত (Account Private)

টিকটকের নতুন আপডেট অনুযায়ী গোপনীয়তা বজায় রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্ট প্রাইভেট বা ব্যক্তিগত করে রাখা । এর ফলে কেহ আপনার  ব্যক্তি  প্রোফাইল দেখতে পারবেন না।

এবার আশা যাক  ব্যক্তি  প্রোফাইল প্রাইভেট কিভাবে করতে হবে। প্রথমত আপনার পেজের নিচে থাকা নেভি বার অপশনে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করতে হবে।

এরপর ওপরের ডানদিকে থাকা ৩ ডট (…) আইকনে ট্যাপ করতে হবে । এরপর সেটিংস  ও প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।

এবার প্রাইভেসি অপশনে ক্লিক করে  প্রাইভেট অ্যাকাউন্টের Option টি  ON  করে হবে। ব্যাস আপনার অ্যাকাউন্ট ১০০% সুরক্ষিত ।

আরও পড়ুনঃ 

> > Facebook Reels বানিয়ে প্রতি মাসে আয় করা যায় লক্ষ টাকা

>> Amazon Affiliate Marketing for beginners | Amazon Secret Tips 2022 | Make Money From Amazon

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.