অ্যামাজন আনছে টিকটকের আদলে ” অ্যামাজন শর্টস “

Share Now!
অ্যামাজন শর্টস
অ্যামাজন আনছে টিকটকের আদলে – অ্যামাজন শর্টস

অ্যামাজন শর্টস – বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্লাটফম অ্যামাজন। জনপ্রিয়তা আরও বাড়াতে নতুন নতুন ফিচার আনছে সাইটটিতে। বর্তমান সময়য়ে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের জনপ্রিয়তার ধারে কাছে কেহ নেই।

তাই তো গুগল, ফেচবুক, মাইক্রোসফট ও অ্যামাজনের মত বড় বড় টেকজায়াট প্রতিষ্ঠান গুলো শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  নিয়ে কাজ করছে। কিন্তু তারা ধারে কাছেও ভিরতে পারছে না। বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছে টিকটক।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

Amazon Shorts

অ্যামাজন আনছে টিকটকের আদলে ” অ্যামাজন শর্টস “

এজন্য টিকটকের আদলে নতুন নতুন ফিচার এনেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ অনেক প্রতিষ্ঠান। এবার সেই পথেই হাঁটছে বিশ্বের জনপ্রিয় নম্বর অন ই-কমার্স সাইট অ্যামাজন। তাদের এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও মেক করতে পারবে বলে জানিয়েছে  অ্যামাজন কর্তৃপক্ষ।

[irp]

বর্তমানে উট্টি বয়েশি  ছেলে মেয়েদের কাছে জনপ্রিয়তা অনেক বেশি। সেই কথাটি মাথায় রেখেই অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে টিকটকের আদলে শর্টস ভিডিও ফিচার চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।

এছাড়াও ই-কমার্স সংস্থাটি তাদের শপিং অ্যাপকে আরও জনপ্রিয় করে তুলতেই নতুন ইন্টারফেস আনছে বলেই মনে করছেন অনেকেই। বর্তমানে এটি  টেস্টের পর্যায়ে রয়েছে।  এটা শুধু অ্যামাজনের কয়েকজন কর্মীদের মধ্যে প্রথমিকভাবে চালু করা হয়েছে Amazon Shorts .

টিকটকের মতোই এখানে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তবে সেই শর্ট ভিডিও হবে মূলত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। গ্রাহকরা এতে আরও ভালোভাবে দেখে ও বুঝে নিতে পারবেন পণ্য সম্পর্কে। এছাড়াও অ্যামাজন বিভিন্ন ধরনের পণ্যের লাইভ ভিডিও এবং প্রমোশনও চালু করবে। অর্থাৎ শর্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

>> YouTube Shorts Video Downloader Without Watermark

>> বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সাথে ৪০ লাখ টাকার অনুদান

>> জনপ্রিয় ৫টি ফটো এডিটিং অ্যাপ

 

Leave a Reply