সুস্থতা ও ঈমানী মৃত্যু লাভের দোয়া

Share Now!

ঈমানী মৃত্যু লাভের দোয়া

ঈমানী মৃত্যু লাভের দোয়া – সুস্থতা মহান আল্লাহর দেওয়া নেয়ামত। কতটা নেয়ামত যে অসুস্থ হয়ে হসপিটালে আছে সেই বলেতে পারে। আবার মুমিনের জন্য ঈমানি মৃত্যুর বিকল্প নেই। ঈমান মহান আল্লাহর দেওয়া এতো বড় সম্পদ যা দুনিয়া বিক্রি করেও কেনা সম্ভব না। তারাই সফল যারা ঈমানের সহিত মৃত্যু বরণ করেছেন। তাই দুনিয়াতে সুস্থ জীবন লাভ এবং ঈমানি মৃত্যু কামনায় কুরআন এবং সুন্নায় বর্ণিত দোয়াসমূহ মুমিন মুসলমানের জন্য অপরিহার্য। সুস্থ থাকার এবং ঈমানি মৃত্যু লাভের বেশ কিছু ছোট দোয়াসমূহ তুলে ধরা হলো –

Viral 2020 | ২০২০ সালে ঘটে যাওয়া যত আলোচিত ভাইরাল বিয়ে | ফিরে দেখা ২০২০

সুস্থতা ও ঈমানী মৃত্যু লাভের দোয়া

সুস্থ থাকার আমল ও দোয়া

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত,  নবী করিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

মহান আল্লাহ্‌ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি। 

(সহিহ বুখারি, হাদিস নং ৫৬৭৮

 

আবদুল ‘আযীয (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি ও সাবিত একদিন আনাস ইবনু মালিক (রাঃ) -এর নিকট গেলাম। সাবিত বললেন, হে আবূ হামযা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস (রাঃ) বললেনঃ আমি কি তোমাকে রসূলুল্লাহ (সঃ) যা দিয়ে ঝাড়-ফুঁক করেছিলেন তা দিয়ে কি? ঝাড়-ফুঁক করব।

সাবিত বললেনঃ হাঁ, তখন আনাস ইবনু মালিক (রাঃ) পড়লেন-

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا 

হে আল্লাহ! মানুষের প্রতিপালক, রোগ নিরাময়কারী, আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্য দানকারী। আপনি ব্যতীত আর কেউ আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দিন, যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে।

(সহিহ বুখারি, হাদিস নং ৫৭৪২

 

অন্য আরেক হাদিসে পাওয়া যায়, রাসুলুল্লাহ (সঃ) নিজের শরীর মোবারককে সুস্থ রাখতে সকাল-সন্ধ্যায় এ দোয়া ৩ বার পড়তেন-

اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ بَدَنِى – اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ سَمْعِىْ – اَللَّهُمَّ عَافِنىِ فِىْ بَصَرِىْ – لَا اِلَهَ اِلَّا اَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আফেনি ফি বাদানি, আল্লাহুম্মা আফেনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফেনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্তা।

অর্থ:  হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। (আবু দাউদ, মুসনাদে আহামদ)


আরও পড়ুনঃ  ইসমে আজম – মনের আশা পূরণ হওয়ার দোয়া

ঈমানি মৃত্যু লাভের আমল ও দোয়া

বহুকাল ধরে এই প্রবাদ বাক্যটি প্রচলিত রয়েছে আমাদের সমাজে ” শেষ ভালো যার, সব ভালো তার “ হ্যাঁ, কোনো ব্যক্তির শেষ কাজটি যদি ভালো হয় তবে সেই ব্যক্তি সফল। কেননা কাজের শেষেই মানুষ ফলাফল লাভ করে।

প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের চুড়ান্ত চাওয়া-পাওয়া হলো ভালো ও উত্তম মৃত্যু লাভ করা। আর প্রত্যেকের উচিত  ঈমানি মৃত্যু কামনা করা।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালো ও সুন্দর মৃত্যুর জন্য কখনো এ দোয়া করতে ভুলতেন না। আর তাহলো-

اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِيْ الْأُمُورِ كُلِّهَا، وَأجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আক্বিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আঝিরনা মিন খিযয়িদ দুনইয়া ওয়া আজাবিল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ! আমাদের সব কাজের শেষ ফল সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্ত রাখুন। (মুসনাদে আহমদ)

সুতরাং প্রত্যেক মুমিন ব্যক্তি সব সময় এ দোয়া পড়লে শুধু উত্তম ঈমানি মৃত্যুই নয়, বরং সব কাজের শেষই হবে তার জন্য উত্তম ও কল্যাণকর।

আরও পড়ুনঃ  চাকরি পাওয়ার আমল – দ্রুত চাকরি পাওয়ার পরীক্ষিত দোয়া – রিজিক বৃদ্ধির আমল

পবিত্র কুরআনে, মহান আল্লাহ্‌ এই আয়াত শিক্ষা দিয়েছেন মুসলিম উম্মাদের।

– رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।
অর্থ : হে আমাদের পরওয়ারদেগার! আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান করুন। (সুরা আরাফ : আয়াত ১২৬)

 

 অন্য আরেক আয়াতে, মহান আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন।

– رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণ: রাব্বানা ফাগ্ফিরলানা জুনুবানা ওয়া কাফ্‌ফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্‌ফানা মাআল আবরার।
অর্থ : হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের সব গোনাহ মাফ করে দেন। আমাদের সব দোষ-ত্রুটি দূর করে দেন। আর নেককার লোকদের সাথে আমাদের মৃত্যু দেন। (সুরা আল-ইমরান : আয়াত ১৯৩)

 

– أَنتَ وَلِيِّي فِي الدُّنُيَا وَالآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
উচ্চারণ : ‘আংতা ওয়ালিয়্যি ফিদ দুনইয়া ওয়াল আখিরাতে তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিক্বনি বিসসালিহিন।’
অর্থ : (হে আল্লাহ!) আপনিই দুনিয়া ও পরকালে আমার কার্যনির্বাহী। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন

(সুরা ইউসুফ : আয়াত ১০১)

 

আরও পড়ুনঃ  যে কোন কারনেই – আপনি কি হতাশ ? – নিরাশ হচ্ছেন

ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য অবশই ভালো পরিবেশ দরকার। পরিবেশ মন্দ থাকলে নিজেকে ভালো রাখা কঠিন বিষয়। 

তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ্‌ মুমিনদের উদ্দেশ্য করে বলেন, হে মুমিনগণ! পাপাচার থেকে বিরত থাকো, আর নেককারদের ছহবতে থাকো।  (সূরা তওবা : আয়াত ১১৯)

মহান আল্লাহ মুসলিম উম্মাহকে সুস্থতা ও ঈমানী মৃত্যু লাভে উল্লেখিত দোয়াসমূহ যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন। এবং হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.