Viral 2020 | ২০২০ সালে ঘটে যাওয়া যত আলোচিত ভাইরাল বিয়ে | ফিরে দেখা ২০২০

Share Now!

ভাইরাল বিয়ে

ভাইরাল বিয়ে – গত ২০২০ সাল পুরাটাই ছিল করানা কালীন। সারা বিশ্ব একযোগে লগদাউন ছিল। বাদ পরেনি বাংলাদেশও। এই করানা কালীন সময়েও ঘটে গেছে অনেক ঘটনা। এরি মধ্য থেকে আজ আপনাদের সাথে শেয়ারে করব ২০২০ সালে ঘটে যাওয়া  কিছু বাতিক্রমিও বিয়ে।

Viral 2020 | ২০২০ সালে ঘটে যাওয়া যত আলোচিত ভাইরাল বিয়ে | ফিরে দেখা  ২০২০


আরও পড়ুনঃ  প্রেমিকার স্থান দখলে নিচ্ছে সেক্স রোবট – বিপর্যয়ে মানব সভ্যতা – যৌন কর্মীর ভূমিকায় রোবট

 

গায়ে হলুদের ছবিতে ক্রিকেটার দম্পতি

ক্রিকেটার সানজিদার, গায়ে হলুদের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধমেগত ১৭ অক্টোবর বিয়ে হয়েছে আরেক ক্রিকেটার মীর মোসাদ্দেকের সঙ্গে। মীর মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে।এছাড়াও তিনি  খেলেছেন ঢাকার ফাস্ট ডিভিশন ক্রিকেটে।

 

তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফটো সেশন করতে যান রংপুর স্টেডিয়ামে।শেখানে গিয়ে দেখেন কিছু লোক জন খেলাধুলা করতে তাই লোভ সামলাতে না পেরেই গায়ে হলুদের সাজেই তিনি নেমে গেলেন ব্যাট হাতে এই ২৪ বছর বয়সী এই নারী ক্রিকেটার। তিনি  বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন ব্যাটার।

 

এই ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধমে  মুহূর্তে মধ্য ভাইরাল হয়ে যায়। যা কেড়ে নিয়েছে মানুষের আকর্ষণ। এমনকি আইসিসির নজরও কেরেছে এই ছবিগুলো। পরনের শাড়ি ও গহনার সঙ্গে সানজিদার হাতে ব্যাট থাকায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থতা থেকে সাধুবাদ জানিয়েছেন।

 

আরও পড়ুনঃ  চাকরি পাওয়ার আমল – দ্রুত চাকরি পাওয়ার পরীক্ষিত দোয়া – রিজিক বৃদ্ধির আমল

 

মোটরসাইকেল চালিয়ে কনের গায়ে হলুদ উদযাপন!

এদিকে, যশোর সার্কিট হাউজ এলাকার মেয়ে ফারহানা আফরোজ তার নিজের গায়ে হলুদের দিন, কনের সাজে মোটর সাইকেল চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করেন।

 

তিনি গায়ে হলুদের দিনটাকে অন্যরকমভাবে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। সেই কারণেই ( ১৩ আগস্ট ২০২০) শহরব্যাপী ভাই-বোন, বন্ধুদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন যশোর শহরে। তারা ২০টির বেশি মোটরবাইক নিয়ে জমকালো সাজে শহরব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। নজর কাড়ে স্থানীয়দের।

 

তিনি পাবনা কাশিনাথপুরের বাসিন্দা  রাফির সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তার স্বামী টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

 


কনে যাত্রী বিয়ে করতে গেলো বরের বাড়ি!

বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে আগে যান বরযাত্রী এটাই স্বাভাবিক। কিন্তু প্রচলিত এই নিয়ম ভেঙ্গে হলো ব্যতিক্রম বিয়ে।এটা কোন উপজাতিদের বিয়ে নয়, মুসলিম পরিবারের বিয়ে। বরের বাড়িতে কনে যাত্রী হাজির, বরকে বিয়ে করে নিয়ে এলেন কনে বিষয়টি অবাক হওয়ার মতো হলেও এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে।

কনে চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে স্নাতকের শিক্ষার্থী এবং বর গাংনী উপজেলার চৌগাছার কমরেড আব্দুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয় একজন ব্যবসায়ী।

 

তৃতীয় বিয়ে করে আবার ভাইরাল শমী কায়সার

কক্সবাজারে নবদম্পতির “আবর্জনা” পরিষ্কারের ছবি ভাইরাল

সদ্য বিবাহিত নবদম্পতি, হানিমুনে গিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। স্বামী-স্ত্রী দুইজনের পরনেই রয়েছে বিয়ের নতুন পোশাক। কিন্তু হানিমুনে গিয়ে শেরওয়ানি ও লাল বেনারসি পড়েই দুইজনে নেমে পড়লেন সমুদ্র সৈকত পরিষ্কারে। সৈকতে পড়ে থাকা ময়লা-আবর্জনা তুলে নিচ্ছেন একটি ব্যাগে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবদম্পতির এমনই কয়েকটি ছবি শেয়ার করায় মুহূর্তের মধ্য ভাইরাল হয়ে যায়। আগামীর প্রজন্ম – Agamir Projonmo নামে একটি ফেসবুক গ্রুপে নবদম্পতির সমুদ্র সৈকত পরিষ্কারের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেছেন মোহাম্মদ কাউসার নামে একজন বাক্তি।

 


টম কাকু ও অল্প বয়সের এক তরুণীর

প্রথম স্ত্রী মারা যাওয়ার ৯ বছর পর মিষ্টি ইমামকে ভালোবেসে বিয়ে করেন টম ইমাম। সামাজিক মাধ্যম ফেসবুকে হর-হামেসায় কিছু না কিছু ভাইরালের বিষয় থেকে যায়। একটি ইস্যু শেষ না হতেই আরেকটি এসে হাজির হয়। ২০২০ এর শেষেও ব্যতিক্রম নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এক দম্পতির ছবি। ছবিতে দেখা যাচ্ছে অল্প বয়সের এক তরুণীর সঙ্গে বয়ষ্ক একজন লোক।এই ছবির পোস্টে লেখেন তারা স্বামী-স্ত্রী। তাতেই ছবিগুলো হলো ভাইরাল। অনেকের ধারনা বয়সে বেমানান হওয়ায় সবারই নজর কেড়েছে এই দম্পতির ছবি।

 

জানা গেছে ওই ব্যাক্তির নাম টম ইমাম ও তার তরুণী স্ত্রীর নাম মিষ্টি ইমাম। তিনি একজন বাংলাদেশী। বাংলাদেশেই তিনি শিক্ষা জীবন শেষ করেন। বর্তমানে তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস করছেন। তিনি এইচএসসি বাংলাদেশ পটুয়াখালী জুবলি হাইস্কুল থেকে শেষ করেন এবং ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।

 


নাটোরের ভাইরাল বিয়ে বরের বয়স ৯৫ কনের বয়স ৮০

নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ৯৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৮০ বছরের বৃদ্ধার বিয়ে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। (২২ অক্টোবর 2020) সকাল থেকে এই নবদম্পতির বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

 

দিঘাপতিয়া ইউনিয়নের মেম্বার সুমন আলী জানান, ডাঙ্গাপাড়া গ্রামে ৯৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদির স্ত্রী তিন বছর আগে মারা যান। আদির চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে এসেও একাকিত্বে ভুগছিলেন আহাদ আলী মণ্ডল । এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়।

 

সুমন আলী মেম্বার বলেন, পরিবারের সম্মতিতে ডাঙ্গা গ্রামের ৮০ বছরের আমেনা বেগমকে বুধবার রাতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করে আহাদ আলী মণ্ডল বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যান।

 

সুমন আলী মেম্বার আরও জানান, আমেনা বেগমের স্বামী ৮ বছর আগে মারা যান। দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। তাই উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়।

 

শুপ্রিয় দর্শক, আপনারদের কাছে কোন বিয়েটি ভাল লেগেছে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।  ধন্যবাদ , সবাই ভাল থাকবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.