অ্যাপল সম্প্রতি আইফোন ১৬ সিরিজের ৪টি মডেলের পাশাপাশি অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস উন্মোচন করেছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ইটস গ্লো টাইম’ ইভেন্টে অ্যাপলের সিইও টিম কুক ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের বিস্তারিত তুলে ধরেন। চলুন জানি ঘোষণা করা পণ্যগুলোর মডেল ও দাম সম্পর্কে।
নতুন আইফোনে এআই প্রযুক্তি
আইফোন ১৬ সিরিজে অ্যাপলের নিউরাল ইঞ্জিনসহ এআই প্রযুক্তি এবং জেনারেটিভ এআই যুক্ত করা হয়েছে। আইফোন ১৬ এবং ১৬ প্লাসে ডিএসএলআর ক্যামেরার মতো বাটন রয়েছে, যার মাধ্যমে সহজে ছবি ও ভিডিও করা যাবে। ৬.১ ইঞ্চি স্ক্রিনযুক্ত আইফোন ১৬–এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৬ হাজার টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। ৬.৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম শুরু হবে ৮৯৯ ডলার বা প্রায় ১ লাখ ৮ হাজার টাকা থেকে। আইফোনটি সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল—এই ৫টি রঙে পাওয়া যাবে। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের স্ক্রিন যথাক্রমে ৬.৩ ইঞ্চি ও ৬.৯ ইঞ্চি। প্রো মডেলগুলোর দাম হবে ৯৯৯ ডলার বা ১ লাখ ২০ হাজার টাকা এবং ১,১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।
অ্যাপল ওয়াচের বড় স্ক্রিন
অ্যাপল ওয়াচ সিরিজ ১০–এ আগের মডেলের তুলনায় ৩০ শতাংশ বড় পর্দা রয়েছে, যা ব্যবহারকারীদের ই-মেইল বা বার্তা পড়তে আরও সহজ করবে। ওয়াইড অ্যাঙ্গেল এবং এলইডি ডিসপ্লের কারণে স্ক্রিন ৪০ শতাংশ বেশি উজ্জ্বল। সিরিজ ১০ ঘড়িটি আকারে বড় ও উজ্জ্বল হওয়ার পাশাপাশি আরও পাতলা। এতে বিল্টইন ডেপথ ও ওয়াটার টেম্পারেচার সেন্সরও রয়েছে। এর দাম হবে ৩৯৯ ডলার বা প্রায় ৪৮ হাজার টাকা।
এয়ারপডস ৪
এইচ ৪ চিপসহ এয়ারপডস ৪-এরও ঘোষণা দেওয়া হয়েছে। ওপেন-ইয়ার ডিজাইনের এই এয়ারপডসে উন্নত অডিও মান এবং ইউএসবি সি চার্জিং কেস রয়েছে। এছাড়াও, এতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা রয়েছে। সাধারণ সংস্করণের এয়ারপডস ৪-এর দাম ১২৯ ডলার বা ১৫ হাজার ৫০০ টাকা, এবং এএনসি সুবিধাসহ সংস্করণের দাম ১৭৯ ডলার বা ২১ হাজার ৫০০ টাকা।
(তথ্যসূত্র: দ্য ভার্জ)
প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আরও পড়ুনঃ
>> অ্যান্ড্রয়েডের চেয়ে এগিয়ে থাকতে আইফোনে নতুন পাঁচ সুবিধা
>> গুগলের এআই ফটো এডিটিং ফিচার একদম বিনামূল্যে
আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ
আপন একাডেমী ফেসবুক পেইজঃ এই পেজ ভিজিট করুন।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: এখানে ক্লিক করুন
Thanks for reading this post and Follow my Social Media Page or Groups.