অনেকেই অনলাইনে জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু কাজ পছেন না । তাঁরা জানতে চান, এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে কাজ পেতে পারি। যাঁরা একেবারে নতুন ফ্রীলাঞ্চিং জগতে কাজ করতে চাছেন, তাঁরা ফাইবার এ কাজ করার জন্য অবশ্যই দক্ষ হয়ে তারপর আসবেন। আপনি কোন ধরনের কাজ করবেন, তার ওপর নির্ভর করে আপনারা গিগ সাজাতে পারেন। মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার জিবনে মোড় পালটিয়ে দিতে পারে। সাধারণ সব ধরনের কাজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নজর দিতে পারেন, সেগুলো জেনে নিন:
আরও পড়ুনঃ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং – আউটসোর্সিং এর কাজ করে বাড়তি উপার্জন করুন।
ফাইবারে কাজ পেতে যা যা করতে পারেন – সহজে প্রচুর কাজ পাবেন ফাইভার মার্কেটপ্লেসে।
১. আপনার গিগের থাম্বনেইল বা গিগ ফটো ঠিক আছে কি না এবং সেটা যুগোপযোগী কি না, সেটা ভালোমতো যাচাই করুন।
২. সম্ভব হলে গিগের ভিডিও বানান। যাঁদের গিগে ভিডিও আছে, তাঁদের কাজ পাওয়ার হার তুলনামূলক অনেক বেশি। তবে খেয়াল রাখবেন, ভিডিও গুনগত মান যেন ভাল হয়, মানে আপনি যে ধরনের কাজ করছেন, সেটার ভালো একটা ধারণা দেয় ।
৩. গিগের টাইটেল ঠিক আছে কি না, ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে কি না, সেটা ভালোভাবে যাচাই করুন।
৪. যে সেবা দিচ্ছেন, সেটার প্রতিযোগিতা কেমন, সে অনুযায়ী আপনি আপনার সেবা সাজিয়েছেন কি না ভাল করে দেখুন। আপনার বিভাগে যাঁরা ভালো করছেন, তাঁদের থেকে আপনার গিগ সাজানোর পার্থক্য কী কী, সেটা বোঝার চেষ্টা করুন।
৫. ক্রেতাকে রিকোয়েস্ট পাঠিয়ে চেষ্টা করুন। সে ক্ষেত্রে ইংরেজিতে লেখা ও বানানের দিকে সতর্ক থাকুন এবং পেশাদায়িতের পরিচয় দিন।
৬. গিগ হয়ে গেলে Social Media ও SEO করুণ। এবং আপনার অ্যাকাউন্ট এ ফেসবুক এর মত অ্যাক্টিভ থাকুন। যেন কেতা মেসেজ দেবাব সাথে সাথে আপনি মেসেজ এর উত্তর দিতে পারেন। এর জন্য আপনি fiver app ইন্সটল করুণ আপনার ফোনে।
৭. ফাইভারের এডুকেশন সেন্টার এবং ফোরামে তাদের নিজস্ব কিছু নিয়ম নীতি দেওয়া আছে। সেখান থেকে আপনার কাজের ধরন অনুযায়ী ঘেঁটে দেখে ধারণা নিন।
আশা করি এই নিয়ম নীতি গুলো মেনে চললে আপনি কাজ পাবেন ইনশা আল্লাহ্। এটা বাস্তব অবিজ্ঞতা থেকে বলছি।
আরও পড়ুনঃ করোনার ভয়ে অন্য রোগ কে অবহেলা নয়, সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়ম গুলো।
আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে । আপনি কি? এই তথ্যগুলো আগে থেকেই জানতেন? কমেন্ট এর মাধ্যমে জানাবেন। লেখাটি ভাল লেগে থাকলে বন্দুদের মাঝে শেয়ার করুন ।আপনি কোন, বিষয়ে জানতে চান অথবা ভাল পরামর্শ দানে কমেন্ট করুন ।ধন্যবাদ!
আমাদের যোগাযোগের মাধ্যমঃ
Facebook Page YouTube Channel