বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে কি করবেন বা করণীয় কি?

Share Now!

মহামারী করোনা নিয়ন্তনের জন্য আমারা সবাই বাসাতেই ছিলাম । কিন্তু লগদাউন এর সময় শেষ হওাতে সবাই বাস্ত হয়ে পরছি। এরি মধ্য বৃষ্টির দিন চলে এসেছে । ঘর থেকে বের হতে হছে বিভিন্ন কাজে । রাস্তায় হাঁটছেন হটার বৃষ্টি নামার শুরু হয়ে গেল ।আপনার কাছে কোন  ছাতা নাই , আপনি ভিজে যাচেন সাথে আপনার প্রানপিয় জীবন সঙ্গি স্মার্টফোন টি  অথবা  মোবাইল পকেটে রেখেই মনের ভুলে গোসল শুরু করে দিতে পারেন।এছারাও আপনারা বন্দুরা মিলে পুকুরের পারদিয়ে অথবা নদির পারদিয়ে হাঁটছেন এমন সময় আপনার বন্দু দুস্তমির ছলে পানিতে ধাক্কা দিল। এমনকি  আপনি চা খাছেন হটাত দুর্ঘটনাবশত  চা অথবা কফিও মোবাইলের ওপর গেছে । Don’t Worry । এক্ষেত্রে কিছু পরামর্শ মেনে চললে ফোনটি আবার পূর্বের অবস্থায় ফিরে আনা সম্ভব । তো চলুন দেখা যাক …

আরও পড়ুনঃ   নানা সুবিধা নিয়ে হাজির কালারওএস ৭ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম #Android Color OS 7

বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে কি করবেন বা করণীয় কি?  Mobile gets wet in the rain

এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয়  প্রিয় মোবাইল ফোনটি ভিজে গেলে  যা করনীয়:

• ভিজে যাওয়ার সাথে সাথে সেটটি বন্ধ করে দিন।

• সিমকার্ড ও ব্যাটারি সম্ভব হলে  খুলে ফেলুন।

• কেসিংও সম্ভব হলে  খুলে ফেলুন ,( অনেক স্মার্ট ফোনে কেসিং খোলা সম্ভব না  Non Removable) থাকে ।

• শুকনো ও পরিস্কার  কাপড় বা টিস্যু দিয়ে ডিসপ্লে , সার্কিট, ব্যাটারি, কিপ্যাড, কেসিং ভালোভাবে মুছে ফেলুন।

  • ফ্যানের বাতাসে শুকাবেন না এতে করে আপনার ফোনের পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে ।
  • ফোনে টি ব্যাটারি খুলে একটা ভাকুয়াম পাতের মধ্য মোবাইল টি রেখে চাল দিয়ে ভরে রাখবেন ২৪ থেকে ৪৮ ঘণ্টা । কারন চাল আদ্রতা ও পানি শুষিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

• ভুলেও ফোনে হেয়ার ড্রায়ার বা ওভেনে শুকাতে যাবেন না, হাল্কা রোদে শুকাতে পারেন এক্ষেত্রে ডিসপ্লে র দিকে খেয়াল রাখবেন, কড়া রোদে ডিসপ্লে জোলে না যায়।

• হেয়ার ড্রায়ার বা ওভেনে শুকাতে গেলে , ফোনের পার্টস  নষ্ট হয়ে যেতে পারে, ঘটতে পারে  দুঘর্টনা ।

• ভালোভাবে শুকিয়ে নিয়েই ফোন চালু করুন।

 

আরও পড়ুনঃ   পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং – আউটসোর্সিং এর কাজ করে বাড়তি উপার্জন করুন

বৃষ্টির দিনে বাইরে বের হুওার সময় সেটটি পানি নিরোধক ব্যাগর ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ। ভালো করে  শুকিয়ে নিয়েই ফোন চালু করার পর, সেটে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিজে নিজে চেষ্টা না করে , মোবাইল সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। করোনার এই সময়েও দিনে কয়েকবার জীবাণুনাশক দিয়ে ভাল  করে মুছে ফোন জীবাণুমুক্ত করে নিন নিতে পারেন।

লেখাটি ভাল লেগে  থাক্মলে বন্ধুদের মাঝে শেয়ার করুন , কমেন্ট করে পাশে থাকুন ।আপনি কোন বিষয়ে জানতে চান অথবা ভাল পরামর্শ দানে কমেন্ট করতে পারেন।ধন্যবাদ

আমাদের যোগাযোগের মাধ্যমঃ

Facebook Page                                                     YouTube Channel

Leave a Reply