টেকপ্রেমীদের জন্য দারুণ সুখবর! দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। ‘রিয়েলমি সি৭১’ নামের এই স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) বিশাল ব্যাটারি। এক ঘণ্টা চার্জ দিলেই এই ফোনটি ব্যবহার করা যাবে টানা দুই দিন।
আজ বৃহস্পতিবার রিয়েলমি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে দ্রুত চার্জ হয় ফোনটি। ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও দ্রুত চার্জিং প্রযুক্তি মিলে এটি হয়ে উঠেছে দৈনন্দিন ব্যস্ত জীবনের জন্য আদর্শ স্মার্টফোন।
আরও পড়ুনঃ
>> ২০২৭ সালের মধ্যে তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর (আয়ন সেন্টিয়া)
>> ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমেছে
‘রিয়েলমি সি৭১’-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বিশাল ডিসপ্লে, যা মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ছবি ও ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।
এছাড়া ফোনটি IP64 রেটিংযুক্ত ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা সমৃদ্ধ। ফলে হঠাৎ পানি পড়ে গেলেও ফোনটি নষ্ট হওয়ার ভয় নেই। দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলেও ফোনটি নিরাপদ থাকবে।
রিয়েলমি সি৭১-এ রয়েছে এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি, যার মাধ্যমে ভিড়ের মাঝেও স্বচ্ছভাবে কথা বলা সম্ভব। সঙ্গে থাকছে এআই প্রযুক্তিনির্ভর জেমিনি চ্যাটবট, এআই ইমেজ ম্যাটিং, এবং এআই ইরেজার ভিডিও এডিটিং সুবিধা। ফলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করতে পারবেন এবং সহজেই অনলাইনে তথ্য খুঁজে পেতে পারবেন।
ফোনটির পেছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, যা দিয়ে নিখুঁত মানের ছবি তোলা সম্ভব। সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ভালো মানের ছবি ও ভিডিও কলে স্বচ্ছ অভিজ্ঞতা প্রদান করে।
স্টোরেজ সুবিধার কথা বললে, ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। র্যাম রয়েছে দুটি ভ্যারিয়েন্টে—৪ জিবি এবং ৬ জিবি। মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা।
রিয়েলমি সি৭১ এর এই অসাধারণ ফিচার ও সাশ্রয়ী দামের কারণে এটি দেশের স্মার্টফোন বাজারে দারুণ সাড়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।