নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারন প্রধান আসামি গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা ও বিবস্র করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামি বাদল ঢাকা হতে এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব বাহিনী।
আরও পড়ুনঃ এই তরুন দম্পতি কেন ভাইরাল! এরা কারা ? কেনইবা এদের নিয়ে ফেসবুকে মাতামাতি | Nethmi & Buddika
এর আগে রোববার রাতে এই ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক আপরাধি রহিম। বর্বর পাশবিক এ ঘটনায় জরিত ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।
আরও পড়ুনঃ প্রেমিকার স্থান দখলে নিচ্ছে সেক্স রোবট – বিপর্যয়ে মানব সভ্যতা – যৌন কর্মীর ভূমিকায় রোবট
গৃহবধূর স্বজনরা জানায়, স্বামী অন্যত্র বিয়ে করায় বেগমগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন নির্যাতনের শিকার এই নারী। অনেক দিন পর গত ২রা সেপ্টেম্বর স্ত্রী’র সাথে দেখা করতে আসেন স্বামী। এসময় অনৈতিক কাজের অভিযোগ তুলে গৃহবধূকে মারধর করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন যুবক। বিবস্ত্র করে ধারণ করে ভিডিও ধারন করেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিলো বখাটের দুষ্কৃতকারী সন্তাসি দল। তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নির্পযাতিত পরিবারটি। রোববার ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া এই সন্ত্রাসী দল।