দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং কি? (What is Daraz Affiliate Marketing?)
Daraz – হল বাংলাদেশের সর্ব বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বর্তমানে প্রায় ৯ লক্ষ ৫০ হাজারের অধিক প্রোডাক্ট রয়েছে। আপনার বা আপনার সাইটের রেফারেন্স দিয়ে যদি দারাজের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি কিছু একটা কমিশন পাবেন। এটাই হল দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং। Earn Money With Daraz Affiliate Program!
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কি? | ডিজিটাল মার্কেটিং এর সুবিধা | ডিজিটাল ও প্রচলিত মার্কেটিং এর মধ্যে পার্থক্য
[lwptoc labelShow=”show” labelHide=”show”]
Daraz Affiliate Marketing | Earn Money With Daraz Affiliate Program
কি পরিমান কমিশন পেতে পারেন আপনি? (How much can you earn?)
সাধারণত, Daraz Bangladesh আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি ভিত্তিক কমিশন দিয়ে থাকেন, যেমন ফ্যাশন প্রোডাক্টের জন্য আপনি সর্বোচ্চ ১২% পর্যন্ত কমিশন পেতে পারেন। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ১০ হাজার টাকা মূল্যের ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার কমিশন হবে ১০০০০x৮% = ৮০০ টাকা।
আরও পড়ুনঃ প্রতিদিন ৫ থেকে ৭ ডলার সাথে লোভনীয় অফার | BlockSmash Review | Make Money Online
দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য কি পরিমাণ সময় ব্যয় করতে হবে? (How much time do you need to spend on Daraz Affiliate Marketing?)
Daraz Affiliate Marketing করার ক্ষেত্রে প্রাধানত আপনার কাজের গতি ও স্কিল এর উপর নির্ভর করে থাকে, কি পরিমাণ সময় আপনার ব্যয় করতে হবে। এক্সপার্টদের ক্ষেত্রে ১-২ ঘন্টা কাজ করলে হয়। তবে, Mid-level মার্কেটারদের ক্ষেত্রে ২-৪ ঘন্টা সময় দিলেই হয় এবং নতুনদের দিনে কমপক্ষে ৩-৫ ঘন্টা সময় দিতে হবে কারন আপনাকে তো মার্কেটিং সেট আপ রেডি করতে হবে । এভাবে সময় দিলে এবং আপনার ওয়েবসাইটের দর্শক সংখ্যা মোটামুটি ভাল হলে আপনি মাস শেষে ২০,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত অনাআয়শে আয় করতে পারবেন।
দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনার কি কি থাকতে হবে?
১) আপনার নিজস্ব Website/ Facebook Page / Youtube Channel
২) ব্যাংক অ্যাকাউন্ট তথ্য
৩) অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সাধারণ কিছু ধারণা ব্যাস চালিয়ে জেতে পারবেন ।
আরও জানতে মেইল করুন এই অ্যাড্রেস এ: affiliateprogram@daraz.com.bd