যারা Freelancing করে অর্থ উপার্জন করতে চাচ্ছেন কিন্তু Popar কোন গাইড লাইন পাচ্ছেন না। তাদের জন্য এই পোস্ট সিরিজ টি খুবি সহায়ক হবে। যারা বেকার বসে আছেন, স্টুডেন্ট, গৃহিণী অথবা চাকুরি করেন এর পাশাপাশি Freelancing করে স্বাবলম্বী হবে চান তাদের জন্য Fiverr Market Place খুবি গুরুত্ব পুণ্য।
Fiverr হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে মানুষ কোনো কাজের জন্য অন্য মানুষকে ভাড়া করে থাকে কিংবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেয়। আপনি যদি অনলাইনে কোনো কাজে দক্ষ থাকেন তাহলে Fiverr.com এ জয়েন করে কাজ শুরু করতে পারেন। এর জন্য অবশই আপনাকে যে কোন বিষয়ে Expart হবে হবে। যেমনঃ Digital Marketing, Video Editing, Ghaphics Design, Web Design and Development সহ ৬০০+ ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন।
কিভাবে ফাইবার এ.১০০% আপ্রুভড অ্যাকাউন্ট করবেন তা নিয়ে বিস্তারিত নিচের ভিডিওতে দেখানো হয়েছেন। আপনি এই ভিডিও দেখলে খুব সহজে Fiverr Account Create করতে পারবেন। এর পর কাজ করার মাধ্যমে অনলাইন থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন।
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
Fiverr Bangla Tutorial Full Course 2023 – How to Create Fiverr Account – Part 01
আমরা ফাইভার নিয়ে A To Z পেইড Premium ভিডিও পাবলিশ করব আমাদের এই Youtube চ্যানেলে।
আজকের পর্বে আমরা আলোচনা করব। কিভাবে ফাইভার অ্যাকাউন্ট করলে ১০০% অ্যাকাউন্ট আপ্প্রভেড হবে। আপনারা জেনে থাকবেন যে World Number One Online Job Market Place হচ্ছে UpWork.
আপওয়াকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট আপ্প্রভেড করা কতটা কঠিন তা কমবেশি সবাই জাবেন। Same ফাইভার কিন্তু কয়েক বছর আগেও এতটা কঠিন ছিল না। দিন যত জাচ্ছে ফাইভার ততো কঠিন হচ্ছে।
তাইতো কিভাবে Fiver Account Create করলে ১০০% আপ্প্রভেড হবে সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। তো চলুন মূলপর্বে …
- প্রথম তো একটা Fresh Browser Open করবেন।
- যে ইমেইল দিয়ে Fiverr Account Create করবেন সেই Email দিয়ে Thard Party কোন Website এ লগইন করা জেন না থাকে অর্থাৎ একদম ফ্রেস নতুন ইমেইল তৈরি কিরে নিবেন।
- Email টি ২-step verification করে নিবেন। জেন email disable না হয়ে যায়।
- গুগলে Search করুন Fiverr.Com লিখে।
- আপনি ৩ টি পদ্ধতিতে SignUp করতে পারবেন। Join > Login > Become a Seller আমরা ফাইবার অ্যাকাউন্ট করব Become a Seller এ ক্লিক করে। কারণ আমরা ফাইবারে সার্ভিস সেল করব।
- এবার ইমেইল Submit করবেন।
- এরপর Username ও Password দিয়ে Continou Button এ ক্লিক করুন।
- এরপর ইমেইল এ Account Activation Link ও Code যাবে সেটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে।
এবার Account যেহেতু হল তাই এই অ্যাকাউন্ট কিভাবে রক্ষা করা যায়। অর্থাৎ কি কি করলে ফাইবার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট Disable হবে না। আমরা Next Episode এ এই বিষয় নিয়ে আলোচনা করব Part 02 তে। পোস্ট টি ভালো লাগে Comments করুন। পোষ্টটি সম্পূর্ণ পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরও পড়ুনঃ
>> ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে দারাজ বাংলাদেশ
>> অনলাইন থেকে টাকা আয় করার সহজ উপায়
>> ইউটিউবের ভিডিও কপি পেস্ট করে লাখ টাকা উপার্জন
>> Best Affiliate Site in Bangladesh
আমাদের এরকম গুরুতপুণ্য ভিডিও পেতে YouTube Channel টি Subscribe করুন ও Facebook Page টি Follow করে রাখতে পাবেন। আমাদের পোস্ট গুলো Google News এ দেখতে ভিজিট করুন আপন একাডেমি।
#ফাইবার #fiverr #outsourcing #freelancing #fiverrbanglatutorial #fiverraccountcreate #aponacademy