WhatsApp থেকে অন্য অ্যাপে কল ও বার্তা পাঠানোর সুযোগ

Share Now!
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে কল ও বার্তা পাঠানোর সুযোগ

WhatsApp ব্যবহারকারীদের জন্য আসছে নতুন সুবিধা! এবার হোয়াটসঅ্যাপ থেকেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের কাছে অডিও ও ভিডিও কল করার পাশাপাশি সরাসরি বার্তা পাঠানো যাবে। এই নতুন ইন্টার-অপারেবল সুবিধাটি শিগগিরই চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, যা ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি আনবে।

হোয়াটসঅ্যাপের ইন্টার-অপারেবল সুবিধা

বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) এর শর্ত পূরণের লক্ষ্যে হোয়াটসঅ্যাপ এই সুবিধাটি চালু করতে যাচ্ছে। এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন, WhatsApp বন্ধ না করেই।

প্রাথমিকভাবে, নতুন এই সুবিধা শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চালু করা হবে। তবে ভবিষ্যতে এটি অন্য দেশগুলোতেও আসতে পারে।

ডিজিটাল মার্কেটস অ্যাক্টের ভূমিকা

ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট প্রণয়ন করেছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমানোর লক্ষ্যে। এই আইনের আওতায় প্রতি মাসে সাড়ে চার কোটি বা তার বেশি ব্যবহারকারী থাকা প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে আইনটি মেনে চলতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন এই ইন্টার-অপারেবল ফিচার সেই নীতিমালা অনুযায়ী কার্যকর করা হচ্ছে।

সূত্র: নিউজ১৮

  Google News প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও পড়ুনঃ 

>>  অ্যান্ড্রয়েডের চেয়ে এগিয়ে থাকতে আইফোনে নতুন পাঁচ সুবিধা

>> গুগলের এআই ফটো এডিটিং ফিচার একদম বিনামূল্যে

আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ

                       আপন একাডেমী ফেসবুক পেইজঃ    এই পেজ ভিজিট করুন

          ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:  এখানে ক্লিক করুন

             Thanks for reading this post and Follow my Social Media Page or Groups.

Leave a Reply