জেনে নিন আপনার মোবাইল ফোনটি কি বৈধ

Share Now!

আপনার মোবাইল ফোনটি বৈধ

 ফোনটি কি বৈধ – প্রতি বছর বাংলাদেশে প্রায় তিন কোটি মোবাইল ফোনের চাহিদা রয়েছে। তাই এর বড় একটা অংশ আসে চোরাই পথে অর্থাৎ Unofficial Phone । এসব হ্যান্ডসেট কিনে প্রতারিতও হন অনেকেই। আপনি যে হ্যান্ডসেট টি ব্যবহার করছেন সেটি বৈধ কিনা তা জানা যাবে একটি সহজ প্রধতির মাধ্যমে।

[lwptoc min=”2″ depth=”6″]

জেনে নিন আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা

 

আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা তা যাচাই করতে প্রথমে হ্যান্ড সেটটির আইএমইআই বের করতে হবে। এটি আপনি মোবাইল ফোনের সঙ্গে থাকা প্যাকেটে বা সেটের কাভার বা ব্যাটারি খুললে পেতে পারেন।

এভাবে না পাওয়া গেলে *#০৬# ডায়াল করুন। ডায়াল করতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন।

 

এর পর মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে বড় হাতের অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখুন। এবার ১৬০০২ (16002) নম্বরে পাঠিয়ে দিন।

পরবর্তীতে ফিরতি মেসেজে বিটিআরসি জানিয়ে দেবে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। সুতরাং এখনি আপনার ফোন চেক করে নিন সেটি বৈধ নাকি অবৈধ।

আশা করি বিষয় টি বুজতে পরেছেন । ভাল থাকবেন সবাই , সাথে থাকার জন্য ধন্যবাদ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.