গুগলের অ্যাপ – আপনি স্মার্ট ফোন ব্যবহার করেন অথচ গুগলের সার্ভিস ব্যবহার করতে পারবেন না তাকি হয়, হা ঠিকই শুনেছেন – অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আজ থেকে google service তথা ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপ গুলো আর ব্যবহার করতে পারবেন না। ব্যবহারকারীরা অ্যাপগুলোতে লগ-ইন করতে চাইলেও তা আর করতে পারবেন না।
[lwptoc min=”2″ depth=”6″]
আজ থেকে যে ফোনগুলোতে গুগলের অ্যাপ কাজ করবে না
যে স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ২.৩.৭ কিংবা তারও পূর্ববর্তী কোন সংস্করণ ইনস্টল করা আছে, সেগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের সেবাসুমাহ। অ্যান্ড্রয়েডের এই সংস্করণটি ছাড়া হয় ২০১০ সালের ডিসেম্বরে।
Bloomberg টেক নিউজের এক সাক্ষাৎকারে গুগল জানিয়েছে, ‘ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের সেবা সুমাহ ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।
Android স্মার্ট ফোনে যদি গুগলের অ্যাপ সুমাহ ব্যবহার করা না যায়, তবে হতাশ হবার কিছু নেই। এই সমস্যা এড়াতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিয়েছে গুগল।আর সমর্থন না করলে ইউটিউব, গুগল প্লে স্টোর, ম্যাপস, জিমেইল, গুগল ক্যালেন্ডারের মতো সেবা ব্যবহার করা যাবে না।
আরও পরুনঃ
ডায়েট বা ব্যায়াম ছাড়াই পেটের চর্বি কমানোর কার্যকারী উপায়
তবে যে সব ডিভাইসে অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণ সমর্থন অথবা আপডেট করা সম্ভব না , তাদের জন্য রয়েছে ভিন্ন পথ । ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করে দেখতে পারেন। সে ক্ষেত্রে সীমিত পরিসরে হলেও কিছু সেবা ব্যবহার করা যেতে পারে।