ডিজিটাল মুদ্রা চালুর আভাস দিলেন অর্থমন্ত্রী

Share Now!

ডিজিটাল মুদ্রা

ডিজিটাল মুদ্রা – Digital Currency

ডিজিটাল মুদ্রা (Digital Currency) –  ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা কালে স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহ দিতে ডিজিটাল মুদ্রা চালুর আভাস দিলেন অর্থমন্ত্রী। এছাড়া দেশীয় উৎপাদন বাড়াতে ল্যাপটপ ও মোবাইল ফোন আমদানিতে বাড়ানো হবে আমদানি ভ্যাট ও শুল্ক। দুপুরে বাজেট প্রস্তাব কালে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। 

[lwptoc min=”2″ depth=”6″]

ডিজিটাল মুদ্রা চালুর আভাস দিলেন অর্থমন্ত্রী 

তিনি আরও বলেন, ক্রিপটোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব Digital Currency-অনুমোদন দিয়েছে। সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান আরো সহজ হবে এবং  ই-কমার্স ব্যবসায় আরও গতিশিল হবে। দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক জিডিটাল মুদ্রা চালুর লক্ষ্যে কাজ করবে।


ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্টার্টআপ উদ্যোক্তাদের আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্যন্য সব বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

 

ডিজিটাল মুদ্রা কি?

Digital Currency হচ্ছে একধরনের ইলেক্ট্রনিক মুদ্রা, যা শুধু ডিজিটাল রূপে পাওয়া যায় অর্থাৎ সংখ্যায় দেখা যায়, অনুভাব করা যায় না মানে ভৌতভাবে নয় (যেমন কাগজের নোট বা পয়সা)। এটি কাগজের মুদ্রার অনুরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে, এটি তাৎক্ষণিক লেনদেন এবং অসিম মালিকানা হস্তান্তর এর সুযোগ থাকে।

 

আরও পড়ুনঃ

>>>  VIVO X80 Pro 5G – দুর্দান্ত মানের ইমেজিং-ভিডিওগ্রাফি ভিভো এক্স৮০ ৫জি এখন বাংলাদেশে

>>>  ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

>>> নিউজ ও ভিডিও শেয়ার করে প্রতিদিন ৫~১০ ডলার উপার্জন করুন | Make Money on Video Share 2022 | Apon Academy

Leave a Reply