ফেসবুকে যে কাজগুলো করলে বিপদ হতে পারে

Share Now!
ফেসবুক
ফেসবুকে যে কাজগুলো করলে বিপদ হতে পারে

ফেসবুক বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। যোগাযোগের জন্য তো বটেই, আরও বিভিন্ন কারণে Facebook এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপুণ্য অংশ হয়ে দাড়িয়েছে। প্রতি মাসে ফেসবুক ব্যবহার করে থাকেন ২.৭+ বিলিয়ন মানুষ। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে এটা সমান জনপ্রিয়। তবে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। অন্যথায় তা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Facebook ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার অংশ হিসেবে নিচের এই বিষয়গুলো কখনোই করা উচিত নয়:

ফেসবুকে যে কাজগুলো করলে বিপদ হতে পারে 

  • Social Media তে কখনোই জাতীয় পরিচয় পত্র তথা (NID), Passport, ও  Driving Licence  এর মতো গুরুত্বপুণ্য তথ্য দেওয়া উচিত নয়। কারণ এতে আপনার গোপনীয়তা হুমকির মুখে পরতে পারে।
  • Facbook ID তে নিজের সন্তানদের কিংবা ব্যক্তিগত কোনো কিছু Publicly বিস্তারিত ভাবে না দেওয়াই ভাল। আর দিলেও তাতে যেন অবশ্যই Privecy থাকে। 
  • আপনার বাড়ির অথবা অফিসের ঠিকানা থেকে শুরু করে আপনার অবস্থান ফেসবুকে সরাসরি না দেওয়া উচিত। কারণ এতে আপনি কারও নজরদারিতে থাকতে পারেন যার ফলে আপনার গতিবিধির ওপর লক্ষ্য করে ক্ষতি করতে পারে।


আরও পড়ুনঃ

Make Money Online 2022 – Earn Up To 7$ Per Signup – Part-Time Jobs – Earn Money From Home

 

  • অনেকেই লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ানের জন্য অপরিচিত বা যে কাউকে বন্ধু তালিকায় যোগ করে থাকেন। এর মধ্যে অনেক হ্যাকার বা তাদের বট আইডিও থাকতে পারে। আর আপনার আইডির বন্ধু তালিকায় থাকা যে কেউ আপনার ব্যক্তিগত বা তথ্য বা ছবি দেখতে পারে। যার ফলে হতে পারে বিপদ।
  • Social Media তে কখুনই অশালীন কিংবা কাউকে হেয় বা অসম্মান করে কিছু পোস্ট করবেন না। এতে যেমন সবার কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, তেমনি আপনার Facebook Id ও Disable হতে পারে।
  • কখনোই অপরিচিত বা ফেক আইডিকে ট্যাগ করা যাবে না। এমনকি নিজেকেও খেয়াল রাখতে হবে, কেহ জানি আপনাকে ট্যাগ না করে। 

ফেসবুক আপনাকে বিভিন্ন দিক থেকে বিপদে ফেলতে পারে!

১। কেহ আপনাকে ফোন করে বলল যে আপনি কি করছেন, আপনি বলছেন পড়াশোনা করছি। অথচ, আপনার কোনও বন্ধু কোন এক পার্টির ছবিতে আপনাকে ট্যাগ করে দিল। ব্যাস, আপনি ধরা পড়ে গেলেন! কেউ আপনাকে ট্যাগ করে দিলে আপনি জানবেন কীভাবে!

২। Facebook এ মানুষের সম্পর্ক বাড়ে, কমে। সম্পর্ক তৈরি হয়, ভাঙে। তাই যারা ফেসবুক বেশি ব্যবহার করে থাকেন, তাদের আত্মহত্যা করার প্রবণতা বেশী, গবেষকগন এমনটাই বলছেন।

৩। Facebook এর কল্যাণে আপনি কপি রাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন। এমন অনেক ভিডিও, ছবি ও অডিও থাকে যা কপিরাইট রয়েছে। আপনি না জেনেই হয়তো শেয়ার করে ফেললেন। এর ফলে আপনি নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন!

৪। Facebook এর আপনি অনেকটা সময় কাটান, তাই ফেসবুকে তো আপনার বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে আপনার Real Friend দূরে চেল যায়।

৫। Facebook বেশি ব্যবহার করলে আপনার শরীরের ক্ষতি হবেই। কোনও কিছুই বেশি করা ভালো না। আর ফেসবুক তো একটা নেশার মতো। বেশি অনলাইন থাকা মানেই, কম ঘুম। কম বিশ্রাম। শরীর খারাপ তো হবেই।

৬। Facebook একটা মারাত্মক নেশা। অনেকেরই আসল নেশা হল নিত্য নতুন গেমস। এগুলোর জন্য আপনার কাজের কর্মক্ষমতা হ্রাস পাবে।

৭। Facebook এর কারণে অনেকেরই অবসাদ হয়ে থাকে। এখানে যেমন নতুন সম্পর্ক তৈরি হয়, তেমনই সম্পর্ক নষ্টও হয়। 

৮। মনে করুন আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, তারা আপনাকে সিলেক্ট করেছে। কিন্তু বাক্তি হিসেবে আপনি কেমন, এটা জানার জন্য তারা আপনার Facebook প্রোফাইল চেক করল। আর দেখল আপনি উল্টা পাল্টা পোস্ট করেছেন। ব্যাস গেল আপনার চাকরি!

আরও পড়ুনঃ

>> অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্টের জন্য ১০টি ‘না’

১. আপনার রূপক নাম দিবেন না

ফেসবুকে অনেকই ভুয়া নাম বা রূপক নাম ব্যবহার করে থাকেন। এটা মটেই উচিত নয়। কেউ যদি আপনার Facebook নাম জিজ্ঞেস করে আপনি নিশ্চয় বলবেন না, আপনার নাম অভিমানি ছেলে, নীল দরিয়ার মাঝি, সাগর পাড়ের রাজকন্যা, আমি কষ্টে আছি অথবা আমি তোমার অপেক্ষায়। কারণ এগুলো আপনার নাম নয়। একজন চাকরিদাতা বা ব্যবসায়ী যদি আপনার সম্পর্কে ধারণা নিতে সার্চ ইঞ্জিনে আপনাকে খোঁজেন তবে এমন নাম তাদের আপনার সম্পর্কে ভালো ধারণা দেবে না। এমন নামকরণ ফেসবুকের নীতিমালার বাইরে। নিজ ভাষা অথবা ইংরেজিতে নাম লিখতে পারেন, কিন্তু এমন অক্ষর ব্যবহার করবেন না যেটা বুঝতে অসুবিধা হয়।

 

২. শিরোনামহীন ছবি পোস্ট করবেন না

মনে করুন আপনার ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করছেন, কিন্তু কোনো শিরোনাম দেননি। অনেকেই না চিনে উল্টা পাল্টা কমেন্ট করে বসবে যা বিব্রতকর। এ জন্য এ ধরনের ছবি পোস্ট করার আগে অবশ্যই শিরোনাম যোগ করবেন।

৩. শুধু লাইক কমেন্ট এর আশায় কাউকে ফ্রেন্ড লিস্টে সংযুক্ত করবেন না

৪. ব্যক্তিগত কথাবার্তা নিজের ওয়ালে পোস্ট করবেন না

৫. ঘন ঘন স্ট্যাটাস পোস্ট করবেন না

৬. অপরিচিত কাউকে বন্ধু হওয়ার অনুরোধ করবেন না

৭. ভুয়া সংবাদ পোস্ট বা শেয়ার করবেন না

৮. ভুল ব্যক্তিগত তথ্য প্রধান করবেন না

৯. অশালীন মন্তব্য করবেন না

১০. ১৩ বছর বয়সের আগে ফেসবুক অ্যাকাউন্ট করবেন না।

 

আরও পড়ুনঃ

>> How to Make Money on Medium | Article Write to Earn  Money Per Month $3,000 | Medium Partner Program

>> যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে

>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.