যে নিয়ম ভাঙলে একা একাই মুছে যাবে টিকটক ভিডিও

Share Now!
TikTok's Community Guidelines
TikTok’s Community Guidelines

টিকটক কমিউনিটি গাইডলাইন – ভিডিও পোষ্ট করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে Short Video Sharing Platform TikTok । আর এই নিয়ম এতটাই জোরদার করা হয়েছে যে, এই নিয়ম না মানলে ব্যবহারকারীর পোষ্ট করা ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে বলে জানিয়েছে জনপ্রিয় বিনোদন মিডিয়া টিকটক ।

যে নিয়ম ভাঙলে একা একাই মুছে যাবে টিকটক ভিডিও 

মার্কিন বার্তা সংস্থা রয়টার্সে এর এক প্রতিবেদনে বলা হয়, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে না পারায় গোটা বিশ্বেই ভিশন তোপের মুখে রয়েছে সামাজিক বিনোদনের মাধ্যম টিকটক। আর সেখানে নিজেদের অবস্থান নিরাপদ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

 

টিকটক অথোরিটি জানায়, 

  • প্রাপ্ত বয়স্কদের নগ্নতা 
  • যৌন বিষয়ক কর্মকাণ্ড 
  • অবৈধ কার্যক্রম 
  • নিষিদ্ধ পণ্য সহিংসতা অথবা গ্রাফিক্যাল ভিডিও । 

এমন কোন ভিডিও যেটি সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই কর্মকাণ্ডের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে।

ওই প্রতিবেদন আরো বলা  হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট কিছু ধরনের কনটেন্টের জন্য নতুন নীতিমালা নিয়ে আসবে টিকটক। যেখানে স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া প্রক্রিয়া পরীক্ষা শুরু করবে তারা। বর্তমানে প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া ভিডিওগুলোর মধ্যে যে ভিডিও গুলো নীতিমালা লঙ্ঘন করছে বলে মনে হয় সেই কন্টেন্ট গুলো টিকটকের প্রযুক্তি প্রথমে শনাক্ত করে সেগুলোকে হোলড করে রাখবে। এরপর টিকটকের নিরাপত্তা দলের সদস্য গন সে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষন করে দেখে কোনো আপত্তিকর কিছু পাওয়া গেলে তা ডিলিট করে দিবে। এরপর ব্যবহাকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

তবে এই নিয়ম প্রয়োগের পর থেকে প্রথম নীতিমালা লঙ্ঘনের পর টিকটক সতর্কতামূলক বার্তা পাঠাবে। কিন্তু ক্রমাগত লঙ্ঘন হতে থাকলে ব্যবহারকারীকে টারমিনেট করা হবে এবং অ্যাকাউন্ট এক পর্যায়ে স্থায়ীভাবে মুছে দেওয়া হবে।

প্রসঙ্গত, নীতিমালা ভঙ্গের কারণে চলতি বছরের প্রথম তিন মাসে ছয় কোটি ২০ লাখ ভিডিও সরিয়েছিল টিকটক। যার মধ্যে প্রায় ৮৫ লাখ ভিডিও ছিল মার্কিন ব্যবহারকারীদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.