ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল – পৃথিবী সৃষ্টি পর থেকেই মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য ব্যবসা বাণিজ্যের প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে।তখনও মার্কেটিং তথা বিপণন বাবস্থা ছিল তবে বর্তমান সময়ের মত না। আদি কালে মার্কেটিং হত তবে ভিন্ন ভাবে, যখন বনিক গণ একত্রে বিভিন্ন দেশ থেকে মালামাল কিনতে যেতেন তখন , পাইকারি বিক্রেতা গণ তাদের থাকা, খাওয়ার ব্যাবস্থা করতেন , তাদের সাথে বন্ধু সুলভ ভালো আচরণ করতেন। এটাই ছিল তাদের মার্কেটিং পদ্ধতি। পরবর্তীতে, বণিক গণ তাদের মধ্যে আলোচনা হতো অমুক দেশের অমুকের দোকানে তুলনা মূলক কম দামে ভালো জিনিস পত্র পাওার যায়।এভাবেই মার্কেটিং তথা কোম্পানির প্রচারণা হতো।
বিনিময় প্রথা পার হয়ে সভ্যতার যুগেও এই প্রচলন ছিল। আজ থেকে ৪০~৫০ বছর আগেও এর সাথে লিফলেট, ব্যানার ও প্রিন্ট মিডিয়া গুলো ব্যবহার করা হতো। আজ আমরা ডিজিটাল সভ্যতার যুগে প্রদর্পন করেছেন।
এই ডিজিটাল সভ্যতার যুগে মার্কেটিং সিস্টেম পুরোটাই ভিন্ন।আপনার বিসনেস চাইলেই বাসায় বসেও পরিচালনা করতে পারবেন। শুধু থাকতে হবে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ , ইন্টারনেট লাইন ও একটা স্মার্ট ফোন, ব্যাস আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন।
আপনাকে কোথাও যেতে হবে, বাসায় বসেই মার্কেট রিসার্চ করে পণ্য কিনতে পারবেন, পণ্য ডেলিভারি দিতে পারবেন। এই কাজ গুলো করতে হলে শুধু থাকতে হবে ডিজিটাল মার্কেটিং জ্ঞান।
আমার এই Website ও Youtube চ্যানেলে ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল দেওয়া হবে। এই পেইড কোর্স টি সুম্পন্ন ফ্রীতে করতে পারবেন । শুধু Youtbe Channel ও Website টি সাবস্ক্রাইব করবেন, ফলে প্রতিটি টিউটোরিয়াল আপনার ইমেইল এ চলে যাবে। আশা করি সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ
Youtube Channel – Facebook page
ডিজিটাল মার্কেটিং কি? | ডিজিটাল মার্কেটিং এর সুবিধা | ডিজিটাল ও প্রচলিত মার্কেটিং এর মধ্যে পার্থক্য |
এসইও কি? – কেন শিখব – অনলাইন সার্চে শীর্ষ স্থান পেতে এসইওর ভূমিকা কি? |
On Page SEO | অন পেজ এসইও কি | On Page Optimization | SEO Bangla Tutorial |
Off Page SEO Bangla | অফ পেজ এসইও কি? | Off Page SEO Techniques | SEO Bangla Tutorial |