হারানো ফোন পাওয়ার উপায় – সারাদিন কাজের বাস্ততার কারনে ফোনটি যে কথায় রেখেছি খেয়াল নেই।আমরা সাধারণভাবে ফোন খুঁজে না পেলে যা করে থাকি, অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরে ডায়াল করি। রিং বাজতে শুরু করে। আর এভাবেই খুঁজে পাওয়া যায় মোবাইলটি।
আরও পড়ুনঃ সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়
কিন্তু মোবাইল ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে এই কৌশল কার্যকর হবে না। তাহলে কি করবেন, হা সাইলেন্ট মোডে থাকে তখন অনুসরণ করতে হবে ভিন্ন কৌশল। তো চলুন দেখে নেই বিষয় গুলোঃ
[lwptoc min=”2″ depth=”6″]
সাইলেন্ট মোডে রাখা হারানো ফোন পাওয়ার উপায় !
১. প্রথমে অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকে google.com এ যান।
২. এর পর Google এর সার্চ অপশনে গিয়ে Search করুন ‘Find My Phone/Device’ লিখে।
৩. এর পর Google Account এ Gmail দিয়ে সাইন ইন করুন।
৪. এবার নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন Google এ।
৫. এর পর আপনার সামনে Option আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘ON’ করে দিতে পারবেন।
৬. এবার ‘Ring’ অপশনটিকে Click করুন।
৭. এবার আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে Ring Tone বাজতে থাকবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং বেজেই যাবে। এবার Ring Tone অনুসরণ করে ফোনটিকে সহজেই খুঁজে বের করতে পারবেন আশা করি।
আরও পড়ুনঃ ফোন করেছে কে ? বলে দেবে গুগল ভেরিফাইড কলস
তবে এই পদ্ধতিতে ফোন খুজে পেতে হলে আপনার ডিভাইসে অবশ্যই Google Account সাইন ইন করা থাকতে হবে। তাছাড়া এই পদ্ধতিতে হারানো ফোন খুঁজে পাওয়া সম্ভবনা।