how to Facebook Logout Remotely | ফেসবুক লগআউট করুন দূর থেকেই

Share Now!

Facebook Logout Remotely

Facebook LogOut Remotely – অফিসের পিসি কিংবা বন্ধুর মোবাইলে ফেসবুক লগইন করেছেন। কিন্তু চলে আসার সময় তা আর  লগআউট করার কথা মনে নেই ভুলে গেছেন।

ধরুন, অফিসের কম্পিউটারে আপনার পরে অন্য কেহ ব্যবহার করবে, এখন কি করবেন। আপনি কি আবার অফিসে যাবেন। না যাবার দরকার নেই বাসা থেকেই আপনি পৃথিবীর যে কোন প্রান্তের Facebook Logout করতে পারবেন, হা পারবেন , হাতের কাছে স্মার্টফোন অথবা পিসি দিয়েই।

 তো চলুন দেখে নেই কি ভাবে দূর থেকেই Facebook Logout করতে পারি।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]


how to Facebook LogOut Remotely | ফেসবুক লগআউট করুন দূর থেকেই

এমন ভুল অনেকেই করে থাকেন। এটি খুবই বিপদজ্জনক বিষয়। আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে কেহ। তবে দূর থেকেই ফেসবুক Facebook LogOut করা যায়। বিশ্বের যে কোনো স্থান থেকেই LogOut করতে পারেন।

How to Facebook LogOut Remotely Anywhere  Any devices – Updated mobile browser experience

  1. At First Login Facebook Account.
  2. Tap in the top right three Dots of Facebook App.
  3. Then Scroll down and tap Settings.
  4. Then Tap Security and Login Option.
  5. Go to the: Where You’re Logged In section. You may need to tap  >>  See More Option to see all of the sessions where you’re logged in.
  6. Find the session you want to end and tap then tap Log out.

 

 চলুন জেনে নেওয়া যাক উপায়টি-

১। প্রথমত, আপনার কাছে থাকা মোবাইল কিংবা কম্পিউটার থেকে ফেসবুক লগইন করুন।

২। এবার মেনু থেকে Settings & privacy অপশনে যা   >>সেখান থেকে Settings অপশনে ক্লিক করুন।

৩। এর পর  Security and login অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ

অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

Security and login

৪। এবার ডানদিকে কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশন। এই অপশনটির পাশে এডিট বাটনে ক্লিক করুন। বুজতে না পারলে উপরের ভিডিও দেখে নিতে পারেন।।

৫। এবার আপনি এখান থেকে দেখতে পাবেন বর্তমান ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও কোন Device এ LogIn করা রয়েছে। প্রতিটি অপশনের পাশে ‘ End Activity ’ নামের বাটন দেখা যাবে।

৬। যে ডিভাইস থেকে LogOut  করতে চান, তা ‘এন্ড অ্যাকটিভিটি’ বাটনটিতে চাপ দিয়ে লগ আউট করতে পারবেন।

৭। পূর্বে যতগুলো Device এ LogIn করা ছিলেন,  এখান থেকে সেগুলোও দেখতে পাবেন এবং ইচ্ছে মত LogOut করতে পারবেন খুব সহজেই।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। Comments ও Share করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে  আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ

আরও পড়ুনঃ

>> অ্যান্ড্রয়েডের সেরা ৫ ক্লিনার অ্যাপ

>> How to Make Money on Medium | Article Write to Earn Money Per Month $3,000 | Medium Partner Program

>> যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে

>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

Leave a Reply