ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

Share Now!
চালকবিহীন রিকশা
ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

চালকবিহীন রিকশা  –  আমরা অনেক Hollywood Movie তে দেখে থাকি যে গাড়ি একা একাই চলছে। অর্থাৎ ড্রাইভার ছাড়াই যে গাড়ি চলে সেগুলোই মুলত চালক বিহীন গাড়ি। এখন কথা হল গাড়ি কিভাবে ড্রাইভার ছাড়াই চলে? জি যেটা এতদিন আমরা মুভিতে দেখেছি সেটাই এখন বাস্ততে রুপ দিয়েছে বিজ্ঞানীগন।

বিভিন্ন দেশে এখন চালকবিহীন গাড়ি  তৈরিতে ইনভেস্ট করছেন। চালকবিহীন গাড়ি হলে অনেক দিক দিয়েই উপকার হবে এর সবছে বড় উপকার হবে কার্বন নিঃসরণ । কারন এই গাড়ি গুলো চলবে ইলেক্ট্রিক এর মাধবে ।   মানুষের স্বাভাবিক ভুলের কারণে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, তা অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব হবে।

এছাড়া, ক্লাউড ভিত্তিক ইন্টারনেটে যুক্ত থাকার কারণে গাড়িগুলো ট্রাফিক ব্যস্ততাও টের পাবে আগে থেকেই।  এর ফলে  সেই অনুযায়ী বিকল্প পথ দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে যার ফলে সময় অপচয় কম হবে। 

চালকবিহীন গাড়ি  তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে মাইক্রো কন্ট্রোলার (Micro-Controller) সাথে সেন্সর (Sensor) ও Meshing Language Program দিয়ে অপারেটিং সফটওয়্যারের মাধমে। যা নিখুত ভাবে চলতে পারে। চালকবিহীন গাড়ির  সর্বশেষ কিছু প্রটোটাইপ পরীক্ষা করে দেখা গেছে যে তারা ভাঙা রাস্তা ও ভাঙা গাড়ির টুকরা সহ অনেক কিছুই শনাক্ত করতে পারছে এবং রিকশা  চালক ও  সাইক্লিস্টদের সাথে ব্যস্ত সড়কেও সমান্তরালে অনায়াসেই চলতে পারছে।

এধরনের চালকবিহীন গাড়ি তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সবচে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে  গুগল এবং টেসলা মধ্যে এদিকে ৬০০ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে উবার।

আজকের বিষয় হল  ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিক্সা ‘  চলছে  যা নেট দুনিয়াই ভাইরাল হয়েছে।

[lwptoc min=”2″ depth=”6″]

ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

রাজধানীর কলাবাগান এরিয়ায় ব্যস্ত মহা সড়কে চালক ছাড়াই একটি রিকশা চলছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেনরা ওই ‘চালকবিহীন রিকশা ’ কে তুলনা করেছেন টেসলার চালকবিহীন গাড়ির সঙ্গে। ভারতীয় গনমাধ্যম এনডিটিভি শুক্রবা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্ক চক্রবর্তী নামে এক ব্যক্তি টুইটারে এই  ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় যে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রবল বাতাসে আরোহীবিহীন একটি রিকশা চালক ছাড়াই ঢাকার একটি ব্যস্ত সড়কে চলতে শুরু করে। এরপর মাঝ রাস্তা থেকে ফের সেটি চালকের কাছেই আবার ফিরে আসে। এদিকে, এটি  টুইটারে শেয়ার করার কারনে ভিডিওটি মুহুতের মধ্য ভাইরাল হয়ে যায়।


Hey @elonmusk when did @Tesla make this autonomous Rickshaw?
It was spotted in Bangladesh?
I also want one? #elonmusk #tesla pic.twitter.com/AavWfN7tm7

— Arko Chakraborty (@arko_c16) June 1, 2022

আরও পড়ুনঃ

>>> টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে

>>> What is bitcoin mining – How to make money from bitcoin mining

 

Leave a Reply