৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনলেন ইলন মাস্ক

Share Now!
Elon Musk Buys Twitter
Elon Musk Lands Deal to Take Twitter Private for $44 Billion

টুইটার কিনলেন ইলন মাস্ক – অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সোশাল মিডিয়া টুইটারের মালিক হলেল ইলন মাস্ক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের কর্তৃত্ব নিচ্ছেন ইলন মাস্ক। 

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনলেন ইলন মাস্ক

অনেক টেক বিশেষজ্ঞ গন জা্নিয়েছেন, কোনও বেসরকারি সংস্থা হস্তান্তর হওয়া বিশ্বে এটাই সবচেয়ে বড় চুক্তি। বিশ্বের এই নম্বার অন ধনকুবের বলে আসছেন, বাকস্বাধীনতার প্রকৃত প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলন মাস্ক তার প্রস্তাব অনুযায়ী টুইটারের ক্রয়মূল্যের বেশিরভাগ নিজের পকেট থেকেই পরিশোধ করবেন। টুইটার মালিকানা হাতবদল চুক্তিতে জরাবেনা টেসলা

 ১৪ এপ্রিল ইলন  মাস্ক হঠাৎই পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে , তাতেই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে বিবিসি নিউজ।

আরও পড়ুনঃ

পেইড প্রোমোশন ছাড়াই পেজের রিচ বাড়ানোর উপায়

বিবিসির খবরে আরও বলা হয়েছে, কিছুদিন আগে টুইটারের  ৯.২ শতাংশ শেয়ার কেনেন ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল Virtual World এ, তিনি পুরো টুইটার কিনে নেবেন। এবার সেই গুঞ্জন সত্যি হলো। ইলন মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনে নিতে ৪ হাজার ৩৫০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন।

টুইটার বিক্রির খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এরই মধ্যে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০.৬২ ডলারে। তবে ইলন মাস্ক শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার দিতে চেয়েছেন।

আরও পড়ুনঃ

>>> নিউজ ও ভিডিও শেয়ার করে প্রতিদিন ৫~১০ ডলার উপার্জন করুন | Make Money on Video Share 2022 | Apon Academy

>>> Work from Home- Easy task Per Day $15 – Picoworkers Bangla Tutorial

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

পেইড প্রোমোশন ছাড়াই পেজের রিচ বাড়ানোর উপায় নিউজ ও ভিডিও শেয়ার করে প্রতিদিন ৫~১০ ডলার উপার্জন করুন | Make Money on Video Share 2022 | Apon Academy What are some Quora alternatives in 2024 Viral on Social Media – Bangladesh Man Marries Two Girls at Once Livestream Barcelona vs Napoli From Anywhere 2024