Facebook Down: বিশ্ব জুড়ে ফেসবুক ডাউন হল যে কারনে?

Share Now!
Facebook Down
Facebook Down

বিশ্ব জুড়ে Facebook Down হল যে কারনে – হঠাৎ করেই বাংলাদেশসহ  অনেক দেশ থেকে Facebook, Instagram ও  Messanger এ প্রবেশ করা যাচ্ছে না।  বাংলাদেশ সময় (০৫-০৩-২০২৪) মঙ্গলবার রাত ৯টার পর থেকে Facebook Login করা যাচ্ছে না । এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন  তদেরও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যায়। মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। বিদেশী প্রিন্ট মিডিয়া Fox2Now.com এর তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে। তবে Whatsapp ব্যাবহারে কোন সমস্যা হচ্ছে না।

বিশ্ব জুড়ে ফেসবুক ডাউন হল যে কারনে?

কেন হল Facebook Down!

এ ব্যাপারে রাত ১০টায়  দিকে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ  থ্রেডসে এক বার্তায় ব্যবহারকারীদের ধৈর্য  ধরার আহবান জানিয়েছেন। তিনি  লিখেছেন,  বন্ধুরা, আনন্দ কর! কয়েক মিনিট অপেক্ষা করুন, কয়েক মিনিটের মধ্যে সব সমাধান হয়ে যাবে। 

মেটার থ্রেডসে মার্ক জাকারবার্গের বার্তা
মেটার থ্রেডসে মার্ক জাকারবার্গের বার্তাথ্রেডস থেকে নেওয়া

রাত  আনমানিক  ১০ঃ৩০ মিন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.