চার্জ ছাড়াই চলবে যে ইলেকট্রিক গাড়ি – সস্তায় ইলেকট্রিক গাড়ি চালানোর পথ দেখাচ্ছে মেক্সিকো

Share Now!

ইলেকট্রিক গাড়ি

চার্জ ছাড়াই চলবে যে ইলেকট্রিক গাড়ি

ইলেকট্রিক গাড়ি 

বায়ু দূষণের ফলে আজ বড় বড় শহরের মানুষ বিপর্যস্ত৷ বিশ্বে কার্বন মনোক্সাইড(CO) ও কার্বন ডাইঅক্সাইড (CO2) এর মাত্রা দিন দিন বেরেই চলছে, তাই পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরতা কমাতে বর্তমান বিশ্বে ইলেকট্রিক গাড়ির পিছনে ছুটছে সবাই। বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি গুলো ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে মনোযোগ দিচ্ছেন। 

চার্জ ছাড়াই চলবে যে ইলেকট্রিক গাড়ি – সস্তায় ইলেকট্রিক গাড়ি চালানোর পথ দেখাচ্ছে মেক্সিকো

অবিশ্বাস্য এই কাজ করে দেখিয়েছে, মেক্সিকো সিটি্র এক গাড়ির মিস্ত্রী এক্টর রুইস।  তিনি পুরানো গাড়ি গুলোতে ব্যাটারির ও ইঞ্জিন লাগিয়ে এই সমস্যার সমাধান করে যাচ্ছেন। এই মেক্সিকো সিটিতে প্রতিদিন প্রায় ৫ লক্ষ গাড়ি চলাচল করে৷ 

দম বন্ধ করা ধোঁয়া সত্ত্বেও কেউ নিজের গাড়ি ত্যাগ করতে প্রস্তুত নয়৷বায়ু দূষণের ফলে নানা বিধি রোগে ভুগছেন এই শহরের মানুষ গুলো।

এই অবস্থায় ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক গাড়ি কিনছেন না কেন?  এই প্রশ্নের জবাবে অনেকই বলছেনে যে, আগ্রহ  থাকা সতেও কিনতে পারছিনা প্রথমত এর দাম বেশি, দ্বিতীয়ত, যথেষ্ট মডেলের গাড়ি পাওয়া যায় না এছারাও ব্যাটারি চার্জ করার পর্যাপ্ত ব্যবস্থা নেই৷

আরও পড়ুনঃ  ইসমে আজম – মনের আশা পূরণ হওয়ার দোয়া

আমরা অনেই এই প্রবাদ বাক্য সম্পর্কে জানি যে, ইচ্ছা থাকলে উপায় হয়৷ মেক্সিকো সিটি্র এই মিস্ত্রী  তাঁর পুরনো এই গাড়িতে ১৪টি ব্যাটারি লাগিয়ে দিব্যি চালিয়ে বেড়াচ্ছেন।  ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার বেগে ছুটতে পারেন। তিনি বলেছেন ব্যাটারি ফুল চার্জ হলে এই ইলেকট্রিক গাড়ি মাত্র ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে৷ শক্তিশালী ব্যাটারি ব্যাবহার করতে পারলে আরও অনেক দূর অতিক্রম করা সম্ভব। আমি যেহেতু দৈনিক ২০ থেকে ৩০ কিলোমিটার চলাচল করি তা আমার জন্য জথেস্থ । মাত্র ৪,৫০০ ইউরো র বিনিময়ে এই এই কাজ করতে সখম হয়ছি। 

আরেক গাড়ির মিস্ত্রী আলবারো দে লা দীঘ ১০ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন। তিনি বলেন, পুরানো গাড়িতে দ্রুত রদবদল করা অনেক সহজ কাজ৷ নতুন গাড়ির তুলনায় দামও অনেক কম পড়ে৷ তিনি আরও বলেন, যাদের নতুন গাড়ি কেনার সামর্থ্য নেই তাদের জন্য অনেক উপকার হবে এবং পরিবেশেরও অনেক বেশি  উপকার হবে৷ সাফল্য পাওয়া পর্যন্ত তিনি গবেষণা করে জাবেন।

রাষ্ট্র যদি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ভরতুকি সীমিত রেখে এবং  পুরানো গাড়ির   গুলো  ইলেকট্রিক গাড়িতে রূপান্তরের জন্যও আর্থিক সাহায্য দেয়, তাহলে অনেক মানুষ ৩,০০০ ইউরোর মূল্যের ইলেকট্রিক গাড়ি চড়তে পারবেন৷

আরও পড়ুনঃ  How to apply for Freelancer Id Card – ফ্রিল্যান্সার আইডি কার্ড – Freelancer id card Bangladesh

এদিকে  ইলেকট্রিক গাড়ি গুলোর সবচে বড় সমস্যা হল , এগুলো চার্জ হতে অনেক সময় লাগে।

সুতরাং এমন ইলেকট্রিক গাড়ি হলে কেমন হয়- যে গাড়িতে চার্জ দেওয়ারই প্রয়োজন পড়বে না, হা চার্জ ছাড়াই চলছে এই গাড়ি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান অ্যাপ্টেরা মোটর্স তৈরি করেছে এ ধরনের ইলেকট্রিক গাড়ি। এটি মূলত সোলার ইলেকট্রিক গাড়ি। সৌরশক্তি থেকে এর ব্যাটারি চার্জ হবে, বিদ্যুতের প্রয়োজন পড়বে না।

অ্যাপ্টেরা গাড়ির ছাদে এবং হুডে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সোলার প্যানেল প্রযুক্তি। এই সোলার শক্তি দিয়েই গাড়ি দৈনিক ৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া ব্যাটারি ব্যবহার করা হলে এক চার্জে চলবে ১০০০ কিলোমিটার । এটি প্রথম গাড়ি, যেটি কোনো ধরনের জ্বালানি ছাড়াই চলে। 

অ্যাপ্টেরা গাড়ি দেখতেও ফিউচারস্টিক ডিজাইনের। মডেল ভেদে ২৫,৯০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৪৬,৯০০ মার্কিন ডলারের মধ্যে কেনা যাবে।  বাংলাদেশি টাকার হিসাবে অ্যাপ্টেরা গাড়ি কিনতে আপনাকে ব্যয় করতে হবে ২৪ লাখ থেকে ৪৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  প্রেমিকার স্থান দখলে নিচ্ছে সেক্স রোবট – বিপর্যয়ে মানব সভ্যতা – যৌন কর্মীর ভূমিকায় রোবট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.