ফেসবুকের (Take a Break) বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

Share Now!
Take a Break
How to Turn ON Take a Break on Facebook

Take a Break –  বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীর সংখা ২০২২ সালের তথ্য অনুযায়ী ২৫৩ কোটি ছাড়িয়েছে। এই জনপ্রিয়তার মুল মন্ত্র হল নতুন নতুন ফিচার ও ব্যবহার বিধি সহজ। এরি ধারাবাহিকতায় ফেসবুক নিয়ে এসেছে ” টেক এ ব্রেক ” ফিচার। যার মাধ্যমে আপনি নিদিষ্ট সময় পর পর ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকতে পারবেন।

যদিও এই টেক এ ব্রেক ফিচার InstagramYouTube এ অনেক আগেই এসেছে। ফেসবুক আমাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই আছেন, দিনে একবার হলেও Facebook এ ব্যবহার করেন। তা না হলে পেটের ভাত যেন হজমী হায় না। আর একবার প্রবেশ করলে  ফিড Scroll করতে করতে কখন যে ঘণ্টা ২ পার হয়ে গেছে বুঝতেই পারেন নি। এর ফলে কাজের কর্ম ক্ষমতা কমে যায়। এই কারনে ফেসবুক আসক্তি থেকে মুক্তি দিতেই এই Take a break ফিচার চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। 

How to Turn On Take a Break on Facebook | ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম

এই অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলসটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের  সময় সীমা নির্ধারিত করতে পারবেন। এই ফিচারটির মাধ্যমে আপনি দিনে কত সময় ফেসবুকে ব্যয় করবেন তাও নির্ধারণ করে দিতে পারবেন। আর সেই সময় অতিক্রম করলেই বেজে উঠবে অ্যালার্ম।

এই ফিচারটি মূলত একটি মনিটরিং টুলস হিসেবে কাজ করবে। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে। এটা অনেকটাই অ্যালার্ম ঘড়ির মতো।

 

আরও পড়ুনঃ

Make Money Online 2022 – Earn Up To 7$ Per Signup – Part Time Jobs – Earn Money From Home

 

যাহক, চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার অর্থাৎ Take A Break সেট করা যায় –

১.প্রথমত অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ফেসবুক  লগ ইন করুন।

২। এরপর ফেসবুক প্রোফাইলে যান।

৩. তারপর উপরের ডানদিকে কোণায় থ্রি ডট লাইনে টাপ করুন।

৪. নীচে স্ক্রোল করে Settings and Privacy অপশনটিতে টাপ করুন।

৫. এখান থেকে Settingsঅপশনটিতে টাপ করুন।

৬. এবার  Preference এর অধীনে ‘Your Time on Facebook’ অপশনটিতে টাপ করুন।

৭.এবার একদম শেষে ‘Set Daily Time Reminder’ অপশনটিতে ক্লিক করুন।

৮. এবার আপনার ইচ্ছে মতো সময় Setting করুন, যা অতিক্রম হলেই নোটিফাই করবে আপনাকে।

আশা করি  বিষয়টি বুঝতে পেরেছেন। আর কোন কিছু জানার  থাকলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ

আরও পড়ুনঃ

>> eSIM এর যুগে প্রবেশ করল বাংলাদেশ – এর সুবিধা ও অসুবিধা কি?

>> ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে চলে যাবে ইমেইল

>>  চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

>> পেটের চর্বি ও ওজন কমাতে কলার ভূমিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.