Gen Z Generation (১৯৯৭-২০১২) এবং মিলেনিয়ালস (১৯৮১-১৯৯৬) প্রজন্মের মধ্যে চিন্তাভাবনা ও আচরণের পার্থক্য থাকলেও, একটি সাধারণ মিল খুঁজে পেয়েছেন গবেষকরা—তারা ফোন কল ধরতে আগ্রহী নয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের এক-চতুর্থাংশ কখনোই ফোন কল গ্রহণ করে না এবং তারা ফোনে কথা বলার পরিবর্তে খুদে বার্তা বা মেসেজিং অ্যাপ ব্যবহার করে উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
জরিপে যা দেখা গেছে
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাসউইচ পরিচালিত জরিপে জানা যায়, Gen Z Generation হল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৭০% ব্যক্তি ফোনে কথা বলার পরিবর্তে এসএমএস বা খুদে বার্তা পাঠাতে বেশি পছন্দ করেন। বিপরীতে, ৩৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা সাধারণত ফোনে কথা বলেন। মনোবিজ্ঞানী এলেনা টুরোনি এর মতে, তরুণ প্রজন্মের ফোনে কথা বলার অভ্যাস তৈরি হয়নি, এবং তারা ফোনের রিং শোনার পরিবর্তে ফোনকে সাইলেন্ট বা নীরব রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
ফোন কলের ভীতি
জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি তরুণ বলেছেন, অপ্রত্যাশিত ফোন কলকে খারাপ খবর বলে মনে করেন তারা। মনোবিজ্ঞানী এলোইস স্কিনার ব্যাখ্যা করেন যে তরুণদের ব্যস্ত জীবনে ফোন কলকে ভয় বা অস্বস্তিকর কিছু বলে মনে হয়, যা তাদের চিন্তাভাবনায় এক ধরনের মানসিক চাপ তৈরি করে।
ফোন কলের পরিবর্তে ভয়েস মেসেজের জনপ্রিয়তা
ফোন কলের পরিবর্তে অনেক তরুণ এখন ভয়েস মেসেজ পছন্দ করছেন। জরিপে দেখা গেছে, ৩৭% তরুণ সরাসরি ফোন কলের পরিবর্তে ভয়েস মেসেজ ব্যবহার করে যোগাযোগ করতে পছন্দ করেন। ১৯ বছর বয়সী জেন-জি শিক্ষার্থী সুসি জোনস বলেন, “ভয়েস মেসেজ ফোনে কথা বলার মতোই, তবে এতে কোনো চাপ নেই এবং বন্ধুদের কণ্ঠস্বর শোনা যায় সহজে।”
মানসিক চাপ এড়িয়ে বার্তা ও ভয়েস মেসেজের জনপ্রিয়তা
মিলেনিয়ালস প্রজন্মের আইনজীবী হেনরি নেলসন কেস বলেন, “ফোনে সরাসরি কথোপকথন মানসিক চাপ সৃষ্টি করতে পারে, এবং অনেক সময় অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়।” এজন্য তরুণ প্রজন্ম ফোন কল এড়িয়ে বার্তা বা ভয়েস মেসেজের মাধ্যমে উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
সূত্র: বিবিসি
প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আরও পড়ুনঃ
>> অ্যান্ড্রয়েডের চেয়ে এগিয়ে থাকতে আইফোনে নতুন পাঁচ সুবিধা
>> গুগলের এআই ফটো এডিটিং ফিচার একদম বিনামূল্যে
>> WhatsApp থেকে অন্য অ্যাপে কল ও বার্তা পাঠানোর সুযোগ
আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ
আপন একাডেমী ফেসবুক পেইজঃ এই পেজ ভিজিট করুন।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: এখানে ক্লিক করুন
Thanks for reading this post and Follow my Social Media Page or Groups.