Twitter Dating App – এবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন
Twitter Dating App – এবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন। আগামী বছরের শুরুতেই Micro Blogging Site Twitter বা এক্স কে ‘পুরোদস্তর ডেটিং সাইট’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ইলন মাস্ক। গত নভেম্বর ২০২২ টুইটার কে অধিগ্রহণের পর থেকেই তিনি নতুন নতুন আপডেট নিয়ে আসছেন। এর মধ্য টুইটারের লোগো পাখির পরিবর্তে এক্স ব্যবহার করেন, পেইড সাবস্ক্রিপশন, টুইটার থেকে অর্থ উপার্জনের উপায় সহ নানান নীতিমালা যোগ করে যাচ্ছেন ইলন মাস্ক।
Twitter Dating App – এবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন
Twitter Dating App অনেকটাই টিন্ডারের (Tinder Dating App) মত ফিচারও থাকবে বলে জানিয়েছেন Elen Mask, তিনি বলেন যে Twitter ব্যবহারকারীদের মাঝে ডেটিং অ্যাপের ভালো চাহিদা রয়েছে বলেই, টুইটারে এমন সুবিধা যোগ করতে যাচ্ছেন।
বিজনেস ইনসাইডা এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তিনি জানিয়েছেন, সময়ের চাহিদা সাথে তাল মিলিয়ে নানা ফিচার আনতে চান এই ধনকুবেন। তাই তো ডিজিটাল ব্যাংকি কিংবা ডেটিং অ্যাপ সবকিছুই এক প্লাটফর্মে আনতে চাইছেন এক্স। গত শুক্রবার থেকেই এক্স প্ল্যাটফর্মে প্রিমিয়াম প্লাস নামের নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান যোগ করেছে। এর ফলে বিজ্ঞাপন ছাড়াই সব কিছু ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।
এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের বেশ খরচ করতে হবে টুইটারে। তবে কী কী ফিচার পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত কিছু যায়নি Twitter কর্তৃপক্ষ।
কিছুদিন আগে ফেসবুকে টেক্কা দিতে ‘এক্স -এ Audio ও Video কলের সুবিধা চালু করেছে Twitter কর্তৃপক্ষ। IOs কিংবা Android সব ধরনের ফোনেই মিলবে এই নতুন ফিচারটি। এছাড়াও ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহার করা যাবে এই ফিচারটি। ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই কল করা যাবে।
এই নতুন ফিচারের সবচে বড় সুবিধা হল কল করলেও ব্যবহারকারীদের ফোন নম্বর কেউ দেখতে পারবে না বলে জানিয়েছেন Twitter কর্তৃপক্ষ। তবে Group Chat কিংবা Call Receod করা যাবে কিনা তা এখনো যায়নি।