New Earning Tips From Tiktok 2024 | টিকটকে আয়ের নতুন সুযোগ

Share Now!
টিকটকে আয়ের নতুন সুযোগ
টিকটকে আয়ের নতুন সুযোগ

Earning Tips From Tiktok : টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি আয়ের সুযোগ তৈরি করতে টিকটকের নতুন ‘Series Feature’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে Short Video Sharing প্ল্যাটফর্মটি থেকে টিকটক কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি ও প্রকাশের মাধ্যমে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ আয় করতে পারবেন।

New Earning Tips From Tiktok 2024 | টিকটকে আয়ের নতুন সুযোগ

এর আগে ‘Creator Fund’ নামের কর্মসূচির মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় টিকটক নির্মাতারা অসন্তুষ্ট ছিলেন।  ফলে ২০২০ সালে চালু হওয়া এ কর্মসূচি গত নভেম্বরে বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া নতুন করে ঘোষণা দেয় টিকটক “সিরিজ ফিচার” যার ফলে টিকটকের নতুন ফিচারে আয় হবে আরও বেশি।

শর্তসুমাহঃ

‘সিরিজ’ ফিচারের মাধ্যমে আয় করতে হলে অবশ্যই ক্রিয়েটরকে ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। এ ছাড়া, অন্তত  ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। এছাড়াও  টিকটক অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন  ৩০ দিন বা তার বেশি বয়সী হতে হবে। এ ছাড়া, শেষ  ৩০ দিনে অবশ্যই ৩টি ভিডিও পোস্ট করতে হবে এবং ১০০০ বা তার বেশি বার ভিডিও দেখেছে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ হলেই টিকটক ক্রিয়েটররা ‘Series Feature’ টি ব্যবহার করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে Content Creator গণ  Tiktok App এ Creator Center গিয়ে ‘সিরিজ’ ফিচারের জন্য আবেদন করতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরগন অর্থ উপার্জন করতে চাইলে কমপক্ষে (২০ মিনিট+)  দৈর্ঘ্যের ভিডিও Upload করতে হবে। এই ‘সিরিজ’ লাইব্রেরিতে ২০ মিনিটের ভিডিও সর্বোচ্চ ৮০টি আপলোড করতে পারবেন একজন ক্রিয়েটর।

‘Series’ লাইব্রেরির ভিডিওগুলো দর্শকরা অর্থের বিনিময়ে দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে যে অর্থ পাওয়া যাবে, তা সরাসরি ক্রিয়েটরের অ্যাকাউন্টে পাঠাবে টিকটক। কনটেন্ট ক্রিয়েটররা প্রতিটা ভিডিও দাম (১ ডলার থেকে ১৯০) মতো দাম নির্ধারণ করে দিতে পারবে।

শর্ত হল,  কোন ক্রমেই টিকটক নীতিমালা লঙ্ঘন করা যাবে না, তাহলে আর ভিডিও মনিটাইজ করতে পারবে না। 

 

 টিকটক থেকে টাকা ইনকামের ৭টি উপায় (Earning Tips From Tiktok) :

১. টিকটক সিরিজ ফিচার এর মাধ্যমে
২. Tiktok Live এ ভার্চুয়াল গিফ্ট সংগ্রহ করে

৩. ফানস ও ফলোয়ারদের কাছে নিজেশ্য প্রোডাক্ট বিক্রি করে,

৪. অ্যাফিলিয়েট ও সিপিএ  র অফার প্রমট করে,

৫. ব্যান্ড পার্টনারশিপ এর মাধ্যমে,

৬. ভিউয়ারদের থেকে ডেনেশন সংগ্রহ করে,

৭. ইন-ফিড অ্যাড তৈরি করুন।

 

Earning Tips From Tiktok (FAQ):

সবচেয়ে বেশি টিকটক ব্যবহারকারী কোন দেশে?

বিশ্বের সবচেয়ে বেশি টিকটক ব্যবহারকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র  এটি অনুমান  136M এর বেশি।

কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি টিকটক ব্যবহার করে?

ব্যবহারকারীর দিক দিয়ে একক বৃহত্তম গ্রুপ হল মহিলা । বয়স 18-24 বছর  (23.8%)।  অন্য প্রান্তে, 55+ বছর বয়সী পুরুষরা সবচেয়ে ছোট গ্রুপ (1.7%)।
টিকটকে কত টাকা আয় করা যায়?
TikTok ক্রিয়েটর ফান্ড  নগদীকরণের দিকে  প্রতি 1,000 ভিউয়ের জন্য $0.02 এবং $0.04 এর মধ্যে অর্থ উপার্জন করার আশা করতে পারেন। এটি প্রতি এক মিলিয়ন ভিউয়ের জন্য $20-40।
কোন কোন দেশে টিকটক উপার্জন করা যায়?
প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নির্ণয় করার সময়, TikTok পঞ্চম সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসাবে স্থান পায়। এটি নিম্নলিখিতগুলির পিছনে পড়ে: Facebook, YouTube, WhatsApp, এবং Instagram.
সূত্র: টাইম ম্যাগাজিন

  Google News প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Tech News, Tech Tips, Apon Academy, Viral News, Latest News, Bangla News, Product Review, Education, Entertainment, Technology, Bangla Tutorial, Outsourcing Bangla Tutorial, Web Development Tutorial, earn money online, make money online, Fiverr Bangla Tutorial Full Course 2024, Upwork bangla tutorial, freelancer, PeoplePerHour, Guru, Viral Post, Viral Video, Google News, Top News, Bangladesh, Kolkata, Upcoming Technology, টিকটক থেকে কিভাবে টাকা উঠায়, একাউন্ট খুলে টাকা ইনকাম, TikTok income Bangladesh, একাউন্ট খুললেই 1000 টাকা, 

আরও পড়ুনঃ 
>> Adsterra vs Monetag কে বেশি CPM দেয় | Adsterra Direct Link Earning 2024
>> Dating App ব্যবহারে বাংলাদেশি মেয়েদের অভিজ্ঞতা কেমন
>> ১০০% ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট মেথড | Client Hunting Secret Method | Out of Marketplace Client 2024
>> ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে দারাজ বাংলাদেশ
>> ইউটিউবের ভিডিও কপি পেস্ট করে লাখ টাকা উপার্জন – Copy Paste Work on YouTube

আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ

        ফেসবুকঃ      www.facebook.com/aponacademyofficial

টুইটারঃ      www.twitter.com/emjasim

ইন্সটাগ্রামঃ      www.instagram.com/emjasimuddin

   ইউটিউবঃ    www.youtube.com/@aponacademy

Thanks for reading this post and Follow my Facebook Page.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.