VIVO X80 Pro 5G – দুর্দান্ত মানের ইমেজিং-ভিডিওগ্রাফি ভিভো এক্স৮০ ৫জি এখন বাংলাদেশে

Share Now!
VIVO X80 Pro 5G
VIVO X80 Pro 5G – দুর্দান্ত মানের ইমেজিং-ভিডিওগ্রাফি ভিভো এক্স৮০ ৫জি

VIVO X80 Pro 5G –  সম্প্রতি স্মার্টফোন বাজারে এক নতুন চমক নিয়ে এসেছে চায়না বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সিনেমাটোগ্রাফি জগতের সেরা এই ডিভাইসটি যৌথ ভাবে স্মার্টফোন বাজারের নিয়ে এসেছে VivoZeiss, যা স্মার্টফোন জগতে নতুন মাত্রা যুক্ত করেছে।

দারুণ ফটোগ্রাফি ও ইমেজিং টেকনোলজির কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো ভিভো এক্স (Vivo X) সিরিজের স্মার্টফোন গুলো। জেইসের চমৎকার ইমেজিং টেকনোলজি, অভাবনীয় কার্যক্ষমতা ও নান্দনিক ডিজাইন ‘ভিভো এক্স৮০ ৫জি’ কে স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য অবদান রাখতে সাহায্য করেছে।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

VIVO X80 Pro 5G – দুর্দান্ত মানের ইমেজিং-ভিডিওগ্রাফি ভিভো এক্স৮০ ৫জি এখন বাংলাদেশে

Specification of Vivo X80 Pro:

প্রথমেই আসি অপারেটিং সিস্টেম নিয়ে

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 12, Funtouch 12 (Global), Origin OS Ocean (China) এবং এর চিপসেট ব্যবহার করা হয়েছে  Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) MediaTek Dimensity 9000 (4 nm)  এবং  সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে Octa-core প্রসেসর V1+ এছাড়াও  গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসাবে  ব্যবহার করা হয়েছে Adreno 730 ।

 

এবার আসা যাক ডিসপ্লে নিয়ে

Vivo X80 Pro তে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি, LTPO3 AMOLED, 1440×3200 pixels এর Big Display যাতে  ১২০ হার্জের রিফ্রেশ রেটের  ও  1B colors রয়েছে।

 

 এবার আসি ক্যামেরা নিয়ে

VIVO X80 Pro 5G তে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেনসিং সেন্সর যা কম আলোতে খুবি ভালো ছবি তুলতে সাহায্য করে।

এছাড়াও VIVO X80  ক্যামেরায় Vivo V1+  চিপ এবং জেইস টি-কোটিং রয়েছে যার ফলে প্রচন্ড আলো বা রাতের ছবিতে আলোর ভারসাম্য বজায় রেখে ছবি ও ভিডিও গুলোকে আরও বেশি  জীবন্ত ও প্রাণবন্ত করে তলে। ভিভো ভি১+ চিপ স্মার্টফোনটির Imaging Technology, Display এবং  Graphics এর অনেক উন্নয়ন সাধন ঘটিয়েছে।

ভিডিওগ্রাফারদের জন্যও খুশির বার্তা নিয়ে এসেছে  VIVO X80 Pro 5G। সিনেমাটিক স্টাইল বোকেহ হলো একটি Mode যা জেইস ফিল্ম লেন্সের ইফেক্ট থেকে আসে এবং ভিডিও ও ছবিতে  ওভাল ফ্লেয়ার তৈরি করে যা ছবি ও ভিডিওকে ভাইব্রেন্ট লুক দেয়। 

AI Video Enhancement হলো এমন একটি ফিচার যা দৃশ্যের পরিবর্তন খুঁজে বের করে মসৃণ ছবি ও ভিডিও উপহার দেয়।

অনেক কম আলোতেও ভালো ছবি উপহার দেয় ‘ভিভো এক্স ৮০ প্রো ৫জি’র সুপার নাইট প্রোট্রেইট ফিচার। আর বোকেহ প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডকে পুরোপুরি মিলিয়ে দেয়। আর এটি সম্ভব হয়েছে জেইস সুপার নাইট ক্যামেরার কারণে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এই আবেদন বজায় রেখেছে ভিভো।

স্মার্টফোনটিতে ক্লাউড উইন্ডো ২.০ ক্যামেরা রয়েছে যা একটি স্কয়ার প্লেটে রাউন্ড ক্যামেরাকে ব্যালেন্স করে অভূতপূর্ব সৌন্দর্য ও নকশাকে তুলে ধরে।

ফোনটিতে আরও রয়েছে 8 MP, f/3.4, (periscope telephoto), 1/4.4″ ও 5x optical zoom এবং 12 MP, f/1.9, 50mm (telephoto), Dual Pixel PDAF, 2x optical zoom ও gimbal OIS এছাড়াও 48 MP, f/2.2, 114˚ (ultrawide) কামেরা।

ডিভাইসটিতে রয়েছে পোর্ট্রেইট ট্র্যাকিং প্রযুক্তি যার ফলে ভিডিও করার সময় মোশন ব্লার কমিয়ে থাকে। ভিভো এক্স৮০ ৫জি’র ক্যামেরা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ধারণ করতে সক্ষম।

স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।  এছাড়াও ভিডিও ধারণ করা যাবে 4k, 8K Mode এ ।

 

আরও পড়ুনঃ

ঢাকার রাস্তায় ‘ চালকবিহীন রিকশা ‘ ভিডিও ভাইরাল

এবার আসি ইন্টারনাল মেমরি নিয়ে

স্মার্টফোনটিতে ব্যাবহার করা হয়েছে  8GB/256GB, 12GB/256GB RAM এবং 12GB / 512GB ROM  তিনটি ভেরিয়েট এ।

 

এবার আসি বাটারি নিয়ে

4500 mAp ব্যাটারিকে সাপোর্ট দিতে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার প্রযুক্তি। ফলে মাত্র ৩৫ মিনিটেই শতভাগ চার্জ হবে ভিভো এক্স৮০ ৫জি।

এছাড়াও প্রথমবারের মতো ডুয়াল স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে ভিভো এক্স৮০ স্মার্টফোনে। যা স্মার্টফোনটিতে দূর্দান্ত সাউন্ড ইফেক্ট দিবে।

স্মার্টফোনটি দুইটি রঙে পাওয়া যাবে। একটি হলো কসমিক ব্ল্যাক এবং আরেকটি আরবান ব্লু।

দাম  =  ৭৬,৯৯০ টাকা। 

 

আরও পড়ুনঃ

>>> What is bitcoin mining – How to make money from bitcoin mining 

>>> টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে

Leave a Reply