WordPress Theme Customization | WordPress Tutorial Bangla (Step by Step) 2021

Share Now!

WordPress Theme Customization

WordPress  –  ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী Content Management System (CMS

), যা Php ও  MySql দ্বারা  পরিচালিত  Open Source Blogging  Software । ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল, কিন্তু বর্তমানে এটা দ্বারা এখন Advance Professonal Website তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

ওয়ার্ডপ্রেস  বিনামূল্যে ডাউনলোড করে ব্যাবহার করা যায়।ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা HTML, CSS  জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায়। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে যাত্রা শুরু করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল (!!) যা রীতিমত বিস্ময়ক ব্যাপার।

একটি পিএইচপি ও মাইএসকিউএল  দ্বারা তৈরি  Open Source Blogging  Software। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় Content Management System (CMS), এবং বিশ্বের প্রথম সারির, ৪০  লক্ষ ওয়েবসাইটের এর মধ্য  ১২% ই ব্যবহার হয় ওয়ার্ডপ্রেস দ্বারা।

 

WordPress Theme Customization | WordPress Tutorial Bangla (Step by Step) 2021

 

আরও পড়ুনঃ  ওয়েবসাইটের মাধ্যমে ৬ টি সহজ পদ্ধতিতে অর্থ উপার্জন!

 

ওয়ার্ডপ্রেস এর বিশেষ বৈশিষ্ট্যঃ

  • ওয়ার্ডপ্রেস  ওপেনসোর্স  হওয়াতে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
  • ওয়ার্ডপ্রেস (CMS) ব্যবহার করে কোনো প্রকার,HTML, CSS,  PHP ও MySql জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়।
  • Plugin ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় ও সন্দরযো মণ্ডিত করা যায়।
  • Blog Post ও স্ট্যাটিক ও ডাইনামিক পৃষ্ঠা সুবিধা রয়েছে ।
  • এছাড়াও বিনামূল্যে WordPress ThemePlugin  পাওয়া যায়।
  • Content Management System (সিএমএস) হওয়ার ফলে যেকোন তথ্য খুব  সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও  বিয়োজন করা যায়। অর্থাৎ আপনি নিজের মত করে কাজ করতে পারবেন।
  • WordPress  ব্যবহার বান্ধব এবং ব্যবহার প্রণালী খুবই সহজ।
  •  সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন Friendly Open Source Platform.

নিচের ভিডিও তে (A to Z) WordPress Customission   দেখানও হয়েছে । আশা করি এই ভিডিও দেখলে আর কোন ভিডিও দেখতে হবে না । কোন কিছু জানার থাকলে Comments করুন। ধন্যবাদ

 

 

আরও পড়ুনঃ   ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের ৭টি সহজ উপায় | Make Money on Instagram

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.