
অ্যামাজন শর্টস – বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্লাটফম অ্যামাজন। জনপ্রিয়তা আরও বাড়াতে নতুন নতুন ফিচার আনছে সাইটটিতে। বর্তমান সময়য়ে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের জনপ্রিয়তার ধারে কাছে কেহ নেই।
তাই তো গুগল, ফেচবুক, মাইক্রোসফট ও অ্যামাজনের মত বড় বড় টেকজায়াট প্রতিষ্ঠান গুলো শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম নিয়ে কাজ করছে। কিন্তু তারা ধারে কাছেও ভিরতে পারছে না। বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছে টিকটক।
Amazon Shorts
অ্যামাজন আনছে টিকটকের আদলে ” অ্যামাজন শর্টস “
এজন্য টিকটকের আদলে নতুন নতুন ফিচার এনেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ অনেক প্রতিষ্ঠান। এবার সেই পথেই হাঁটছে বিশ্বের জনপ্রিয় নম্বর অন ই-কমার্স সাইট অ্যামাজন। তাদের এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও মেক করতে পারবে বলে জানিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
>> YouTube Shorts Video Downloader Without Watermark
>> বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সাথে ৪০ লাখ টাকার অনুদান
>> জনপ্রিয় ৫টি ফটো এডিটিং অ্যাপ
Related posts:
র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার আক্রমণ থেকে সুরক্ষিত থাকার উপায়
How to Make Money From Snapchat - স্ন্যাপচ্যাটের স্টোরিজ থেকে অর্থ উপার্জন করুন
স্মার্টফোন দ্রুত চার্জ দেওয়ার উপায়
ফেসবুকের (Take a Break) বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম
Facebook Reels বানিয়ে প্রতি মাসে আয় করা যায় লক্ষ টাকা
৫০ পেরিয়েও যেভাবে আপনার আয় বাড়াবেন