স্লো স্মার্টফোন ফাস্ট করার যাদুকরী উপায়

Share Now!

স্লো স্মার্টফোন

স্লো স্মার্টফোন ফাস্ট করার উপায় – আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী হলো স্মার্টফোন। অতিরিক্ত ব্যবহার করলে অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রের মতোই এই যন্ত্রও স্লো হয়ে যায়। মহামারি করোনা কালীন সময়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার অনেক অংশই বেড়েছে। এর ফলেই যন্ত্র স্লো বা হ্যাং হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন। তবে আপনি চাইলেই এর সমাধান করতে পারবেন। সেজন্য প্রয়োজন কিছু কাজ। যা সম্পর্কে আজ আমরা আলোচনা করব ।

স্লো স্মার্টফোন ফাস্ট করার যাদুকরী উপায়

সিস্টেম আপডেট

স্মার্টফোন স্লো হওয়ার প্রধান কারণ  হল  অপারেটিং সিস্টেম  আপডেট না থাকা। এটি আপডেট রাখা স্মার্টফোনের জন্য খুবই  জরুরী। কারণ কোম্পানি গুলো  OS এর আপডেটের মাধ্যমে সিস্টেমে থাকা ত্রুটি ও বিচ্যুতিগুলো দূর হয়ে যায়। তাই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখার চেষ্টা করুন।

আরও পড়ুনঃ অধিক সম্মান ও মর্যাদা লাভের আমল

 

অ্যাপস আপডেট রাখা

স্মার্টফোনের গতি স্লো হয়ে যাওয়ার অন্যতম আরেক টি  কারণ হল ব্যবহৃত অ্যাপস আপডেট না থাকা। Apps  গুলো  প্রতিনিয়ত  আপডেট  করলে আপনার স্মার্টফোন স্লো হওয়া থেকে রক্ষা করতে পারবেন।

 

ফ্যাক্টরি ডাটা রিসেট

যদি আপনার ফোন অতিরিক্ত স্লো হয়ে যায় তাহলে স্মার্টফোনটি ফ্যাক্টরি ডাটা ( Factory Data )  রিসেট করে নিতে হবে। তবে Android মোবাইলে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে চাইলে অবশই সকল Data Backup রেখে দেয়া উচিত। কারণ  Reset  করার পর স্মার্টফোনে পুরনো কোনো তথ্য থাকবে না।Factory Data Reset  হয়ে গেলে নতুন করে সবকিছু পুনরায় SetUp করে নিতে হবে।

 

মেমোরি স্টোরেজ ফুল

SmartPhone স্লো হওয়ার আরেক টি অন্যতম বড় কারণ হল মেমোরি স্টোরেজ ( Memory Stores ) ফুল হয়ে যাওয়া। কনট্যাক্ট মেমোরি ফুল হয়ে গেলে স্মার্টফোন অস্বাভাবিক ভাবে স্লো হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে যেন অপ্রয়োজনীয় Content স্মার্টফোন না থেকে অর্থাৎ অপ্রয়োজনীয় ফাইল স্মার্টফোন থেকে ডিলিট করে দেওয়া।

আরও পড়ুনঃ  সাইলেন্ট মোডে রাখা হারানো ফোন পাওয়ার উপায়

 

ক্যাশ ক্লিয়ার

আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যাবহার করি কিন্তু অনেকেই এই বিষয়টি জানে না। স্মার্টফোনের ক্যাশ ডেটা ( Cache Data) নিয়মিত ক্লিয়ার না করায় SmartPhone স্লো হওয়ার অন্যতম কারণ। এসব Cache Data Clear করলে স্মার্টফোনের গতি বৃদ্ধি করা সম্ভব।

ক্যাশ ক্লিয়ার করার জন্য প্রথমত- সেটিংস > স্টোরেজ > ক্যাশে-তে যেতে হবে। এরপর ক্যাশ Delete করতে হবে।

Mobile setting

অপ্রয়োজনীয় অ্যাপস 

স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপস রাখার কারণে ফোন স্লো হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করলে স্মার্টফোন হ্যাং হয়ে যায়। এতে কাজের সময়ে চরম বিরক্তিকর লাগে। তাই অপ্রয়োজনীয় অ্যাপস স্মার্টফোন ডিভাইসে না রাখাই উত্তম। প্রয়োজনের তুলনায় বেশি অ্যাপ রাখলে স্মার্টফোনের গতিশীলতা নষ্ট হয়ে যায়।

 

আরও পড়ুনঃ নেক হায়াত বৃদ্ধি ও সুস্থতা লাভের আমল ও দোয়া

 

আশা করি, বিষয় টি বুঝতে পেরেছেন । উপরোক্ত বিষয় গুলো মানলে আপনার স্মার্ট ফোন স্লো হওয়া থেকে মুক্ত রাখতে পারবেন। ফোন হবে সুপার ফাস্ট ।  সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.