অচেনা ৫টি গুরুত্ব ইউটিউব ফিচার যা এতদিন জানতেন না

Share Now!
ইউটিউব-ফিচার
৫টি গুরুত্ব ইউটিউব ফিচার

ইউটিউব ফিচার – যাদের কাছে স্মার্টফোন আছে আর ইন্টারনেট ব্যবহার করে এমন লোক মেলা ভার যে কিনা প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখেনা। আমরা শুধু ইউটিউব ব্যবহার করি কিন্তু এতে অনেক গোপন ফিচার রয়েছে যা আমরা অনেকেই জানিনা এতদিন তা যে অজানাই রয়ে গেছে।

আর এই ফিচার গুলোর কল্যাণে ইউটিউবে ভিডিও দেখা অনেক আনন্দ দায়ক করে তোলে।  একটু সময় নিয়ে সেটিংস গুলো করে নিলে ইউটিউব ব্যবহারে নতুন অভিজ্ঞতা পাবেন। তাহলে চলুন জেনে নিই এমন কয়েকটি অজানা ফিচার।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

অচেনা ৫টি গুরুত্ব ইউটিউব ফিচার যা এতদিন জানতেন না

১। ভিডিওর নিদিষ্ট অংশ কেটে লিংক পাঠান

যেকোনো ভিডিওর মধ্য থেকে যেকোনো অংশ বন্ধুদের সাথে শেয়ার করা সম্ভাব। এর জন্য যা করতে হবে তা হল ভিডিও শেয়ার করার সময় স্টার্স্ট টাইম (Start Time) অপশনের সামনে চেক বক্স এনাবেল করুন। এবার লিংক কপি করে তা বন্ধুদের সাথে শেয়ার করুন।

২। রেস্ট্রিকটেড মুড

বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকলে রেস্ট্রিকটেড মুড খুবি কাজে লাগবে। এই ফিচারটি Enable করলে যেকোনো ধরনের অ্যাডাল্ট কনটেন্ট বন্ধ হবে।

এর জন্য যা করে হবে তা হল General Menu Open করে ইউটিউব সেটিং ওপেন করুন। এখান থেকে রেস্ট্রিকটেড মুড Enable করে দিন। সব ডিভাইসে এই Option কিন্তু এক হবে না, আলাদা আলাদা ভাবে এই সেটিংস এনাবেল করতে হবে।

৩। সাবটাইটেল

YouTube এর Video সাবটাইটেল Enable করতে পারবেন। যার ফলে যেকোনো ভাষার ভিডিও বুঝতে পারবেন। এর জন্য যা করে হবে তা হল ভিডিও চালিয়ে ডিসপ্লের উপরে সিসি অপশন সিলেক্ট করুন। ব্যাস

৪। পিকচার ইন পিকচার

IOs গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারেন। অ্যাপের উপরে ডিসপ্লেতে ছোট স্ক্রিনে এই কাজ করা যাবে। এই সেটিংস Enable করতে ইউটিউব অ্যাপ ওপেন করে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নীচের সেটিংস অপশনে Click করুন। এবার জেনারেল ট্যাব থেকে পিকচার ইন পিকচার অপশন Enable করুন।

৫। অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড

ইন্টারনেট ছাড়া ভিডিও দেখার সুযোগ রয়েছে YouTube এ, আপনি চাইলে প্রয়োজনীয় ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন । YouTube অফিসিয়াল অ্যাপ থেকে এই কাজ করা যাবে। যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওর নীচে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করুন। পরে ডাউনলোডস বিভাগ থেকে সেই ভিডিওগুলো ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন।

আরও পড়ুনঃ 

>> ফেসবুকের বিকল্প মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া ” Viva Engage “

>> সেরা ৭টি নিরাপদ মেসেজিং অ্যাপের তালিকা

 

Leave a Reply