ইনস্টাগ্রাম রিলস ব্যবহারে থাকছে এক গুচ্ছ সুবিধা

Share Now!
ইনস্টাগ্রাম রিলস
ইনস্টাগ্রাম রিলস ব্যবহারে থাকছে এক গুচ্ছ সুবিধা

প্রতিনিয়ত জনপ্রিয়তার শিখরে উঠছে ইনস্টাগ্রাম রিলস। এর ফলে নতুন প্রজন্ম ঝুঁকছে ইনস্টাগ্রাম রিলসের দিকে। যার ফলে নিজের পছন্দমতো তৈরি করা ভিডিও পোস্ট করে বিশ্বময় সারা জাগানো যায়।

এবার আরও বেশি সুবিধা পাবেন ইনস্টাগ্রাম রিলস ব্যবহারকারীরা।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

ইনস্টাগ্রাম রিলস ব্যবহারে থাকছে এক গুচ্ছ সুবিধা

ইনস্টাগ্রাম রিলসে সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যেতো। তবে এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৯০ সেকেন্ডের পরিবর্তে  ১৫ মিনিটের কম যেসব ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা যাবে। এই ফিচারটি শিগরই চালু হবে।

আরও পড়ুন: সেরা ৭টি নিরাপদ মেসেজিং অ্যাপের তালিকা

এদিকে ফেসবুকের চেয়েও নতুন প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। অনেকেই মনে করে থাকেন যে, এখানে ছবি ও ভিডিও পোস্ট করা তুলনামূলক বেশি নিরাপদ।

ব্রিটিশ গনমাধমের বরাদ দিয়ে জানা গেছে যে, গ্রিন স্ক্রিন, হরাইজন্টাল অথবা ভার্টিক্যালি ভাগ করা স্ক্রিন অথবা পিকচার-টু-পিকচার রিঅ্যাকশন দেয়ার মতো ফিচারও যুক্ত করা হচ্ছে রিলসে।

Leave a Reply