৫জি-র চেয়ে কয়েক হাজার গুন দ্রুতগতির ইন্টারনেট আবিষ্কার করেছে বিজ্ঞানী

Share Now!

দ্রুতগতির ইন্টারনেট

দ্রুতগতির ইন্টারনেট – High Speed Internet হল সার্ভারের একটি নেটওয়ার্ক প্রদত্ত ইন্টারনেট অ্যাক্সেস যা উচ্চ-গতির Optical Fiber, স্যাটেলাইট এবং ওয়্যারলেস সংযোগের মাধ্যমে ডেটা স্থানান্তর করে। ব্রডব্যান্ড সংযোগ ডিজিটাল ভাবে তথ্য প্রেরণ করে এবং ডেটার বিট হিসাবে গ্রহণ করা হয়, যা ঐতিহ্যগত এনালগ ডায়াল-আপ সংযোগের তুলনায় অনেক দ্রুত গতির হয়ে থাকে।

মার্কিন ইন্টারনেট  নিয়ন্ত্রন সংস্থা মতে, যে পরিষেবাগুলি ২৫ এমবিপিএস বা  তার চেয়ে বেশি দ্রুত গতির ডাউনলোডের প্রস্তাব দেয়৷। যা কিনা স্যাটেলাইট, ওয়্যারলেস বা ফাইবার-অপটিক প্রযুক্তি দ্বারা ইন্টারনেট সরবরাহ করে থাকে।

ইন্টারনেটের গতির দিক থেকে সারা পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গত বছর দেশটিতে ইন্টারনেটের গড় গতি ছিল ২৯ এমবিপিএস। তবে মজার কথা হলো ইন্টারনেটের জন্মস্থান যুক্তরাষ্ট্র তালিকায়  সেরা  ১০টি দেশের মধ্যে নেই।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

৫জি-র চেয়েও কয়েক হাজার গুন দ্রুতগতির ইন্টারনেট আবিষ্কার করেছে বিজ্ঞানী 

 এই দ্রুতগতির ইন্টারনেট হচ্ছে গতি প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট, অর্থাৎ বর্তমানে ব্যবহৃত ৫জি ইন্টারনেট পরিষেবার চেয়েও প্রায় লক্ষ গুণ বেশি গতিতে ডেটা আদান-প্রদান করতে সক্ষম। এই অভাবনীয় ইন্টারনেট স্পী আবিস্কার করেছেন জাপানি একদল গবেষক।

জাপানের National Institute of Information and Communication Technology নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট বিভাগের বিজ্ঞানীদের দাবি, ‘মাল্টি-কোর ফাইবার (Multicore Fiber)’ ব্যবহার করে এমন অভাবনীয় ইন্টারনেট স্পীদ আবিস্কার করেছেন তারা।

পেটাবিট কী?

বিশেষজ্ঞদের মতে পেটাবিট বা পিবি হল ডেটা পরিমাপের একটি বড় একক। ১ পেটাবিট সমান ১০,০০০,০০০ জিবি বা গিগাবাইটের সমতুল্য অর্থাৎ সংক্ষেপে বলতে পারি ১.০২ পিবি যার গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৫১.৪৯৯ কিলোমিটার। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতি সেকেন্ডে ১২৭,৫০০ জিবি ডেটা  আদান-প্রদান করা সম্ভব বলে দাবি করেছেন জাপানি বিজ্ঞানীগন।

বিজ্ঞানীগন আরও জানিয়েছে যে, বর্তমানে যে ‘অপটিক ফাইবার’ রয়েছে  এই Optical Fiber ব্যবহার করেও এই গতিবেগ পাওয়া সম্ভব। তাই সব কিছু ঠিক থাকলে খুব অল্পদিনের মধ্যেই এই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সব শেষে জাপানি বিজ্ঞানীদের  এই দাবি যদি সত্যি হয়, তবে বদলে যেতে পারে ইন্টারনেট দুনিয়া।

সূত্র: জাপান নিউজ/গুগল/ব্লম্ববুগ

আরও পড়ুনঃ 

>>> ডিজিটাল মুদ্রা চালুর আভাস দিলেন অর্থমন্ত্রী

>>> টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে

>>> নিউজ ও ভিডিও শেয়ার করে প্রতিদিন ৫~১০ ডলার উপার্জন করুন | Make Money on Video Share 2022 | Apon Academy

Leave a Reply