ফোল্ডার খোলার শর্টকাট – কম্পিউটারে থাকা সব তথ্য আমাদের প্রতিদিন প্রয়োজন হয় না। কিন্তু দৈনন্দিন কাজের প্রয়োজনে একই ফোল্ডার বারবার খোলার প্রয়োজন হতে পারে, যা সময় নষ্ট করার পাশাপাশি বিরক্তিরও কারণ হয়ে থাকে।
তবে চাইলে ‘শর্টকাট কি ’ তৈরি করে আপনি কি-বোর্ড থেকেই দ্রুত ফোল্ডারটি খুলতে পারেন; অর্থাৎ ফোল্ডারটি যে ড্রাইভেই থাকুক না কেন, আপনি কি-বোর্ডে শর্টকাট কি চেপেই খুলতে পারবেন।
এ জন্য প্রথমে যে ফোল্ডারটির জন্য শর্টকাট কি তৈরি করতে চান, সেটি নির্বাচন করুন। এবার মাউসের ডান পাশে ক্লিক করে সেন্ড বাটন চেপে ডেস্কটপ (Create Shortcut) অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে ফোল্ডারটির শর্টকাট ডেস্কটপে দেখা যাবে।
[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]
ফোল্ডার খোলার শর্টকাট উপায়
এবার কি-বোর্ডের ‘ Windows Key & D ’ একসঙ্গে চেপে ডেস্কটপে থাকা ফোল্ডারটির শর্টকাটের ওপর ডান পাশে ক্লিক করে প্রপার্টিজ অপশন নির্বাচন করতে হবে।
এবার ডায়ালগ বক্সের Shortcurt Tab এ ক্লিক করে নিচে থাকা শর্টকাট কি-এর ঘরে যেকোনো একটি অক্ষর টাইপ করুন। আমি ‘A’ অক্ষরটি টাইপ করেছি।
তবে উইন্ডোজ ১০-এ স্বয়ংক্রিয়ভাবে Shortcurt key তৈরি হয়ে যাবে। যেমন Ctrl+Alt+A তৈরি হবে।
এবার Apply বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল ফোল্ডারটির Shortcurt Key । এখন থেকে এই কি-বোর্ড শর্টকাট ব্যবহার করেই আপনি ফোল্ডারটি খুলতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে ডেস্কটপ থেকে শর্টকাট ফোল্ডারটি মুছে ফেলেন, তাহলে কি-বোর্ড শর্টকাটটি আর কাজ করবে না।
আশা করি বিষয় টি বুঝতে পেরেছেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেজ
আরও পড়ুনঃ
>> যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে
>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল
>> স্মার্টফোন স্টোরেজ খালি করার উপায় – স্লো ফোন ফাস্ট করার উপায়
>> How to Use YouTube Picture-in-Picture | পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের উপায়