মোবাইল ইন্টারনেট ফাস্ট করার কার্যকরী উপায়

Share Now!


মোবাইল ইন্টারনেট – তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ প্রবেশ করেছে অনেক আগেই। এদিকে মোবাইল নেটওয়ার্ক এর সর্বশেষ সংস্করণ ৫জিতেও প্রবেশ করেছে বাংলাদেশ। তবে মোবাইল ইন্টারনেটের স্পিডের সমস্যা এখনো রয়েই গেছে।

এখন যেহেতু বেশিরভাগ কাজই করতে হয় অনলাইনে। যেহেতু হাতের কাছেই সব সময় স্মার্টফোন থাকে, কম্পিউটারে কাজ করা যায়, এমন কাজ এখন স্মার্টফোন দিয়েই করা যায়। তাই দুতগতির মোবাইল ডেটা খুবি প্রয়োজন। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে, ইউটিউব ভিডিও দেখতে অথবা কোন কিছু খুজতে Google এ Search করতে  গিয়ে কিংবা কোনো কিছু ডাউনলোড করাতে গিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]



মোবাইল ইন্টারনেট ফাস্ট করার কার্যকরী উপায়

এই কারনে, অনেকেই ইন্টারনেটের স্পিড বাড়াতে বেশি দামে ৪জি ডাটা প্যাক কিনেও কোন সমাধান মিলছে না। যখনই কাজ করতে যাচ্ছি তখনি loading দেখাচ্ছে। তবে কি এই সমসার সমাধান হবে না, হা অবশই হবে।  এই সমস্যা থেকে নিস্তার পেতে হলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাহলেই মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানো সম্ভব হবে।

তো চলুন জেনে নেওয়া যাক বিষয় গুলো-

১। শুরুতেই আপনার ফোনের ক্যাশ ডেটা ডিলিট করুন। ক্যাশ ডাটা ক্লিয়ার করতে এই  “ক্লিনার অ্যাপ “ ব্যবহার করতে পারেন। ক্যাশ ফাইলের কারনে ফোনের RAM ও Internal মেমরির জায়গা দখল করে, ফলে Internet Browsing এ ব্যাহত করে। এই কারনে মোবাই্লে ইন্টারনেটের গতি ধীর হয়ে থাকে।

আরও পড়ুনঃ

অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

২। স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অনেক অ্যাপ রয়েছে যা একসঙ্গে খোলা থাকার কারনে, ইন্টারনেট স্পিড ধীরগতি হতে পারে। তাই এই অ্যাপগুলো Forces Stop করে দিন। যখন প্রয়োজন হবে তখন ওপেন করে নিবেন।

৩। স্মার্টফোনের ইন্টারনেট স্পিড ধীরগতি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অটো আপডেট। তাই সবসময় Application গুলো Manual আপডেট করার চেষ্টা করুন। অটো অ্যাপ আপডেট বন্ধ রাখুন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড যেমন  বাড়বে,  তেমনি বাটারির আয়ু বারবে।

৪। অনেক সময় নেটওয়ার্ক সেটিংসের সমস্যার কারনেও  ইন্টারনেটের স্পিড কমে যায়। এদিকে মোবাইল নেটওয়ার্ক সঠিক ভাবে  সেটিং করা রয়েছে কিনা তা দেখে নিন। এরপর নেটওয়ার্ক ‘অটো সিলেক্ট’ অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন। এ ছাড়াও খুব বেশি সমস্যা হলে একবার স্মার্টফোনটি রিস্টার্ট করে নিতে পারেন।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন । কোন কিছু জানার থাকলে কমেন্ট করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ

আরও পড়ুনঃ

>> ইন্সটাগ্রামে বিশাল পরিবর্তন এলো ৯টি নতুন ফিচার

>> how to Facebook Logout Remotely | ফেসবুক লগআউট করুন দূর থেকেই

>> যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে
>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

 

Leave a Reply