How To Money Transfer Payoneer to Bkash – ফ্রিল্যান্সিং এর টাকা এখন বিকাশে

Share Now!

Payoneer to Bkash

Payoneer to Bkash –  তথ্য প্রযুক্তির যুগে এমন অনেক কাজ করা যায় যা, আগে কখন কেহ কল্পনাও করে নি। বাংলাদেশ এখন ৫ম প্রজন্মের নেটওয়ার্ক এর যুগে প্রবেশ করেছেন। এই তথ্য প্রযুক্তির কল্যাণে লক্ষ লক্ষ ছেলে-মেয়ে আজ ফ্রীলাঞ্চিং পেশায় নিয়জিত আছেন। এর ফলে বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে আসছে।

তথ্য ও প্রযুক্তির প্রতিমুন্ত্রি জানিয়েছে যে সারা বিশ্বে ফ্রীলাঞ্চিংয়ে ১৫% নেত্তিত দিছেন বাংলাদেশ। এই বিশাল অংশের রেমিটেন্স বাংলাদেশে আনতে অনেক কাঠখড় পরাতে হয়। দেশে পেপাল আসবে আসবে বলে এখন আসছে না। বাংলাদেশ বাংকের জটিলতার কারনে। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে গুলো থাকলে রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে।

How To Money Transfer Payoneer to Bkash – ফ্রিল্যান্সিং এর টাকা এখন বিকাশে

বাংলাদেশে  Payoneer  Officially  অনেক আগেই আসছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য অনেক সমস্যায় সন্মুখিন হতে হয়। payoneer to Bank Transfer অনেক আগে থেকেই করা যায় তবে এতে অনেক  Restriction  ছিল । যেমন ৫০ ডলার এর কম বাংক ট্রান্সফার করা জেত না  এবং টাকা হাতে পেতে প্রায় ১ সপ্তাহ লেগে জেত ।

এই সমস্যা কিছুটা সমাধান হয়েছে Payoneer to Bkash money Transfer system এর মাধমে। এখন বিকাশ রেমিটেন্স ফিচারটির মাধমে মাত্র ৫ মিনিটে payoneer থেকে Bkash এ টাকা আনা যায় মাত্র ১২ ডলার হলেই।

 

কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যায়

১। প্রথমত Google Play Store থেকে Bkash App ইন্সটল করে নিন।

২। প্রোফাইল ১০০% কমপ্লিট করুন।

৩। এরপর আরও অপশন টিতে ক্লিক করুন।

৪। এবার রেমিটেন্স অপশনে ক্লিক করুন।

৫। এবার পেওনিয়ার  অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

৬। Payoneer Account না থাকলে  এখানে ক্লিক করুন। Payoneer Account Create

৭। কিভাবে একটি Parfect Payoneer Account করতে হয়  নিচের ভিডিও টি দেখে নিন ।

৮। এরপর পেওনিয়ার অ্যাকাউন্ট টি বিকাশ অ্যাকাউন্ট এর সাথে Link করুর।

৯। এবার ইচ্ছে মত টাকা পেওনিয়ার থেকে বিকাশে আনুন ।

 



আরও পড়ুনঃ

>> মোবাইল ইন্টারনেট ফাস্ট করার কার্যকরী উপায়

>> how to Facebook Logout Remotely | ফেসবুক লগআউট করুন দূর থেকেই

>> অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.