জিমেইল সুরক্ষিত রাখার উপায় – Gmail Two Step Verification

Share Now!

Two Step Verification

Two-Step Verificationবর্তমান এই  তথ্যপ্রযুক্তির যুগে এমন মানুষ মেলা ভার যার কিনা জিমেইল অ্যাকাউন্ট নেই। অফিস কিংবা স্কুলে সর্বত্রই জিমেইলের ব্যবহার বাড়ছে। তাই নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী। এর ফলে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকার সঙ্গে সঙ্গে তার ইনবক্স পরিষ্কার ও নিরাপদ রাখা যাবে। 

হ্যাকার থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা ভিশন চ্যালেঞ্জিং বিষয়। কেননা প্রযুক্তির কল্যাণে আমাদের জীবন যতটা সহজ হয়েছে, তেমনি তেরি হয়েছে হ্যাকারদের নতুন নতুন পথ। নানাভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে বিপদে ফেলছে হ্যাকারগণ। সম্প্রতি জিমেইলের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেক বার।

তাই তো এবার জিমেইলে টু-স্টেপ অথেন্টিকেশন বাধ্যতামূলক করলো সার্চ জায়ান্ট গুগল। জিমেইল অ্যাকাউন্ট হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে এর কোন বিকল্প নেই। এরইমধ্যে ১৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে নিজে থেকেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন Enable করা হয়েছে।

এক নজরে দেখে নেয়া যাক জিমেইল সুরক্ষিত রাখার উপায়। তো চলুন দেখে নেই…


জিমেইল সুরক্ষিত রাখার উপায় – Gmail Two Step Verification

জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার অনেক গুলো উপায় রয়েছে এর মধ্য Two Factor Authentication ফিচারটি খুবই গুরুত্ব পুণ্য। এতে রয়েছে এক্সট্রা লেয়ার ও টি পি ফিচার, যার ফলে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো চলুন দেখে নেই কিভাবে Gmail Two-Step Verification করা যায়.

 

Two Factor Authentication করার নিয়মঃ

  • প্রথমেই আপনার মোবাইল থেকে Google অ্যাপ অথবা কম্পিউটার থেকে google.com open করুন।
  • এর পর Manage Your Account অপশন সিলেক্ট করুন
  • এবার Security ট্যাব ওপেন করুন।
  • এখানে Signing in to Google ট্যাব সিলেক্ট করলে Two-Step Verification অপশন দেখতে পাবেন ।
  • পরের পেজে Get Started অপশন সিলেক্ট করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে পরের পেজে যান
  • জিমেইল আইডিটি কোন ডিভাইসের সঙ্গে যুক্ত আছে তা দেখাবে। তারপর ডিভাইস নির্ধারণ করে ‘next’-এ ক্লিক করতে হবে।
  • আপনার মোবাইলে একটি নোটিফিকেশন যাবে ‘আপনি কি কোনো ডিভাইস থেকে সাইন ইন করতে চান’ । তারপর তা ‘ইয়েস’ করে দিতে হবে। তাহলে জিমেইলে লগইনের সময় আর কোড টাইপ করতে হবে না।

আরও পড়ুনঃ    স্মার্টফোন দ্রুত চার্জ দেওয়ার উপায়

Gmail Account Recovery :

Gmail Two-Step Verification করা থাকলে  হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব। এছাড়াও কোনো কারণে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে ওই Account কে Recovery করা সম্ভাব। 

অপরিচিত মেইল Unsubscribe এবং Delete:

Gmail Account সুরক্ষিত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো আনসাবস্ক্রাইব করা। কোনো সন্দেহজনক  E-mail বার বার আসতে থাকলে, সেটা Unsubscribe করে দিলেই সেই মেইল আর আসবে না। অচেনা সন্দেহজনক মেইল থেকে নিজের Gmail Account ও সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে শুধু Unsubscribe বাটনে ক্লিক করলেই হবে।

পাঠানো মেইল  Unsend ফিচারটিঃ
নিজেদের জিমেইল অ্যাকাউন্টে এই Undo Send মেসেজ ফিচারটি চালু করে রাখতে চাইলে জিমেইল সেটিংসে গিয়ে gear Icon এ ক্লিক করতে হবে, এরপর আন্ডু সেন্ড অপশনটি সিলেক্ট করে নিজেদের পছন্দ মতো সময় সিলেক্ট করতে হবে। জিমেইল এক্ষেত্রে ৩০ সেকেন্ডের বেশি সময় দেয় না।

আরও পড়ুনঃ   স্মার্টফোন স্টোরেজ খালি করার উপায় – স্লো ফোন ফাস্ট করার উপায়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.