নেক হায়াত বৃদ্ধি ও সুস্থতা লাভের আমল – প্রিয়নবি হযরত মহাম্মাদ (সঃ) হাদিসে পাকে ইরশাদ করিয়াছেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রহিয়াছে। যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নামে জিকির করবে; সে জান্নাতে যাবে।’
জান্নাতে জেতে হলে অবশই, শিরিক, বিদআত ও সকল মন্ধ কাজ পরিহার করতে হবে এবং আল্লাহ্র হুকুম আহকাম মেনে চলতে হবে।
[lwptoc min=”2″ depth=”6″]
নেক হায়াত বৃদ্ধি ও সুস্থতা লাভের আমল ও দোয়া
দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমল রহিয়াছে । আছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।
আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে ‘আল-হাইয়্যু (اَلْحَيُّ) ’ একটি পবিত্র গুণবাচক নাম। অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভ, নেক হায়াত বৃদ্ধি এবং আত্মিক প্রশান্তি লাভে এ নামের জিকির অনেক কার্যকরী।
আল্লাহর গুণবাচক নাম ‘আল-হাইয়্যু (اَلْحَيُّ) ’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
اَلْحَيُّ
উচ্চারণ : ‘আল-হাইয়্যু (اَلْحَيُّ) ’
অর্থ : ‘চিরঞ্জীব; শুরু থেকে শেষ পর্যন্ত যিনি জীবিরুন
আরও পড়ুনঃ যে আমল করিলে মানুষের জীবিকার অভাব হবে না
ফজিলত
কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে আল্লাহ তাআলার পবিত্র এই গুণবাচক নাম ‘আল-হাইয়্যু (اَلْحَيُّ) ’ অসংখ্যবার পড়লে অথবা অসুস্থ ব্যক্তি পড়তে না পারলে তাঁর চোখেকে সামনে রেখে অন্য কেউ অনেকবার পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতা দান করেন।
যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ‘আল-হাইয়্যু (اَلْحَيُّ) ’ প্রতিদিন ১৭ বার পাঠ করে আল্লাহ তাআলা তাঁর হায়াত বৃদ্ধি করে দেন। এছারও আত্মিক প্রশান্তি ও শক্তি বৃদ্ধি করে দেন।
আরও পড়ুনঃ হজরত নূহ (আ:) এর জীবনী এবং আমাদের শিক্ষা | Life of Nuh and Lessons from it | মিজানুর রহমান আজহারি
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব শারীরিক ও আর্থিক অসুস্থ ব্যক্তিদের সুস্থতা ও প্রশান্তি লাভে আল্লাহ তাআলার গুণবাচক এই ছোট্ট নামের সংক্ষিপ্ত আমলটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন