How to Make Money From Snapchat – স্ন্যাপচ্যাটের স্টোরিজ থেকে অর্থ উপার্জন করুন

Share Now!

Snapchat

Snapchat – স্ন্যাপচ্যাট হল  ইনস্ট্যান্ট মেসেজিং সোশ্যাল মিডিয়া। Snapchat জনপ্রিয়তা  দিন দিন বেড়েই চলছে। স্ন্যাপচ্যাটের  জনপ্রিয়তার মূল কারন হল এখানে পোস্ট করলে ২৪ ঘণ্টা পর অটো ডিলিট হয়ে যায়।  টিকটক, লাইকি, ফেসবুকের মতই স্ন্যাপচ্যাট । অন্য অন্য সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হওয়ার অন্যতম কারন হচ্ছে সেখান থেকে অর্থ উপার্জন করা যায়। তাই Snapchat ও সেই পথেই হাঁটছে। The Verge সংবাদ মাধ্যমে  জানিয়েছে, যে  এখন থেকে স্টোরিজে বিজ্ঞাপন দেখিয়ে পাওয়া অর্থের নির্দিষ্ট অংশ Creator দের সাথে  Revenue Share করবে স্ন্যাপচ্যাট

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″ numeration=”decimalnested” numerationSuffix=”none” title=”Contents”]


Table of Contents

How to Make Money From Snapchat – স্ন্যাপচ্যাটের স্টোরিজ থেকে অর্থ উপার্জন করুন

 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের Snapchat ব্যবহারকারীর আইডিতে পরীক্ষামূলক ভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। খুব তারাতারি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা জনপ্রিয় স্টোরিজ নির্মাতারা এ সুযোগ পাবেন। বর্তমানে স্ন্যাপচ্যাটের স্টোরিজে বিজ্ঞাপন দেখা গেলেও সেখান থেকে নির্মাতাগন কোনো অর্থ পান না।

এখানে সবচেয়ে বড় সমস্যা হল, সব নির্মাতাই এ অর্থ পাবেন না বলে জানিয়েছেন স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। বতমানে শুধুই ‘স্ন্যাপচ্যাট স্টার’ হিসেবে পরিচিত তারকারাই পাবেন। তবে যাদের ফ্যান, ফলোয়ার বেশি রয়েছে তারাও বিজ্ঞাপনের অর্থের ভাগ পাবেন। এ জন্য তাঁদের স্ন্যাপচ্যাট Activity ও বিবেচনা করা হবে।


আরও পড়ুনঃ 

Make Money Online 2022 – Earn Up To 7$ Per Signup – Part-Time Jobs – Earn Money From Home

 

স্টোরিজ ফিডে বিনিময় করা ছবি ও ভিডিওগুলোকে মূলত স্ন্যাপচ্যাট স্টোরিজ বলা হয়ে থাকে। স্ন্যাপচ্যাটের স্টোরিজ ট্যাবে ক্লিক করে সহজেই নিজেদের পছন্দমতো ছবি এবং ভিডিও পোস্ট করা যায়। এসব ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে স্ন্যাপচ্যাট স্টোরিজ।

স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পাইজেল জানিয়েছিলেন, স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় আগের তুলনায় কমেছে। ব্যবহারকারীগন অনেকেই স্ন্যাপচ্যাটের তুলনায় টিকটকে বেশি সময় ব্যয় করছেন। এই কারনে ব্যবহারকারীদের ধরে রাখতে Revenue Share করতে যাচ্ছে স্ন্যাপচ্যাট

আরও পড়ুনঃ 

>> মোবাইল ইন্টারনেট ফাস্ট করার কার্যকরী উপায়

>> ইন্সটাগ্রামে বিশাল পরিবর্তন এলো ৯টি নতুন ফিচার

>> যে ভুলের কারণে স্মার্টফোন হ্যাক হতে পারে

>> চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

Leave a Reply