Mozilla Firefox ব্রাউজারে নিরাপদ থাকার উপায় ও গুরুত্বপূর্ণ সেটিং

Share Now!

Mozilla Firefox ব্রাউজারে নিরাপদ থাকার উপায় ও গুরুত্বপূর্ণ সেটিং

মজিলা ফায়ারফক্সের (Mozilla Firefox) নতুন সংস্করণে যুক্ত হয়েছে Tracking Protection বা প্রতিরোধ–সুবিধা। এর মানে ওয়েবে কেউ আপনাকে অনুসরণ করতে চাইলে,অথবা হ্যাকিং করতে চাহিলে বাধা দেওয়া হবে। আর যে যে ওয়েবসাইট আপনাকে গত এক সপ্তাহে Tracking করার চেষ্টা করেছে, কিন্তু Firefox এর বাধার কারণে পারেনি, সেগুলো Report আকারে দেখা যাবে। Reportদেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

আরও পড়ুনঃ  আজব প্রস্তাব বন্ধুর সাথে সেক্স করলেই মিলবে ১০ মিলিয়ন মার্কিন ডলার

১.Firefox র ৭০ নম্বর সংস্করণে হালনাগাদ করা না থাকলে নামিয়ে ইনস্টল করে নিন।

ব্রাউজারে ওয়েব ঠিকানা লেখার জায়গার ডানে Shield আইকনে ক্লিক করুন। Firefox যদি কোনো ট্র্যাকার শনাক্ত না করে তবে Icon টি ধূসর দেখাবে।

আর Tracker পেলে বেগুনি রঙের হবে।

Blocked অংশে যে ওয়েবসাইটগুলো আপনাকে Track করার চেষ্টা করছে, সেগুলো দেখাবে। যেকোনো শিরোনামে ক্লিক করলে Details report পাবেন।

নিচের দিকে Protection Settings নির্বাচন করলে বিভিন্ন Option পাবেন। ঠিক করে দিতে পারবেন কীভাবে ট্র্যাকার থেকে Firefox আপনাকে রক্ষা করবে।

আর সপ্তাহের আলাদা আলাদা দিনের রিপোর্ট দেখতে চাইলে একদম নিচে Show Report লেখায় ক্লিক করুন

আরও পড়ুনঃ পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং – আউটসোর্সিং এর কাজ করে বাড়তি উপার্জন করুন

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে । আপনি কি? এই তথ্যগুলো আগে থেকেই জানতেন? কমেন্ট এর মাধ্যমে জানাবেন। লেখাটি ভাল লেগে থাকলে বন্দুদের মাঝে শেয়ার করুন ।আপনি কোন, বিষয়ে জানতে চান অথবা ভাল পরামর্শ দানে কমেন্ট করুন ।ধন্যবাদ!

আমাদের যোগাযোগের মাধ্যমঃ
Facebook Page                                                       YouTube Channel

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.