Nagad Eid Offer – এবার ঢাকায় জমি জেতার সুযোগ

Share Now!

Nagad Eid Offer  – ঈদ প্রায় চলেই আসছে, আর এই ঈদকে কেন্দ্র করে নগদ নিয়ে এসেছে “এক দুই তিন, ঢাকায় জমি জিতে নিন!”  নামে নতুন এক  ঈদ ক্যাম্পেইন অফার। নতুন এই ক্যাম্পেইন এর অংশ হিসেবে নগদ এর সার্ভিস ব্যবহার করে ঢাকায় জমি জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে নগদ। চলুন জেনে নেওয়া যাক  নগদ ঈদ অফার  সম্পর্কে বিস্তারিত …

[lwptoc min=”2″ depth=”6″ hierarchical=”1″]

Nagad Eid Offer
Nagad Eid Offer – এবার ঢাকায় জমি জেতার সুযোগ

Nagad Eid Offer – এবার ঢাকায় জমি জেতার সুযোগ

নগদ ঈদ ক্যাম্পেইন

Nagad এর ঈদ ক্যাম্পেইনে এবার থাকছে বিশাল ধামাকা  অফার। ইতোমধ্যে ক্যাম্পেইনের নাম শুনেই  বুঝতে পেরেছেন যে নগদ গ্রাহকগণ ঢাকায় জমি জিতে নেওয়ার সুযোগ পাচ্ছে। দল তৈরী করে নগদে লেনদেন করার মাধ্যমে উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

নগদ ঈদ ক্যাম্পেইন রিওয়ার্ড ও প্রাইজ

ঈদের খুশি আরো বাড়িয়ে  দিতে নগদ ঈদ ক্যাম্পেইনে ঢাকায় জমি জেতার সুযোগ সহ আরো অনেক পুরষ্কার থাকছে। এছাড়াও লেনদেনে ১০০% ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তো থাকছেই গ্রাহকদের। এছাড়া বাইক, টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ মোট ২০ কোটি টাকার আরো অনেক পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে এই Nagad Eid Campaign এ।

নগদ অফার ২০২৪ এ অংশগ্রহণ করার নিয়ম

এই  নগদ অফার ২০২৪ এ অংশগ্রহণ করার কিছু নিয়ম রয়েছে যা মেনে এই অফারসমুহ পেতে ঈদ ক্যাম্পেইনে যোগ দেওয়া যাবে। নগদ ঈদ ক্যাম্পেইন  ২০২৪ এ যোগ দিতে হলে কমপক্ষে ৫০০ টাকা নগদ পেমেন্ট অথবা কমপক্ষে ১০০ টাকা মোবাইল রিচার্জ অথবা নির্ধারিত ব্যাংক বা কার্ড থেকে কমপক্ষে ১,০০০ টাকা অ্যাড মানি করতে হবে।

এরপর নিজের সাথে আরো ২ জন নগদ গ্রাহককে নিয়ে মোট ৩ জনের একটা দল বানাতে হবে। দল বানাতে ভিজিট করুন এই ওয়েবসাইট:  নগদ দল  or   nagad.io/jmi

উক্ত দল বানানোর পর দলের সবাই নিয়মিত লেনদেন করার মাধ্যমে ক্যাম্পেইনে অংশগ্রণ করতে পারবে। উল্লেখিত পুরস্কার এর পাশাপাশি দল বানালে দলনেতা পাবে নিশ্চিত গিফট ভাউচার।

 

প্রয়োজনীয় নিয়ম ও শর্তাবলী

নগদ ঈদ ক্যাম্পেইন এর শর্ত ও নিয়মসমূহ জেনে নেওয়া যাক। প্রথমত  এই ক্যাম্পেইন এর দল সম্পর্কিত নিয়মগুলো জেনে নেই। নগদ ব্যবহারকারী যে কেও দল বানাতে পারবে, একটি দলে তিনিসহ মোট ৩জন নগদ ব্যবহারকারী  থাকতে পারবে। আর এই দল বানাতে নগদ অ্যাপ থেকে, কিংবা উপরে দেওয়া লিংক থেকে, অথবা 26969 নাম্বারে এসএমএস করেও দল বানাতে পারবেন।

Nagad Eid Offer SMS করার নিয়ম

NGD<space>OPEN<space>Member 1 Nagad Number<space>Member 2 Nagad Number ফরম্যাটে মেসেজ লিখে পাঠাতে হবে। বিশেষ কথা হল যিনিই সর্বপ্রথম দল চালু করবেন, তাকেই দলনেতা হিসেবে গণ্য করা হবে।

দল সাবমিট করার ক্ষেত্রে অবশ্যই যাদের এড করছেন তাদের সম্মতি নিতে হবে। সাবমিট করা দলের সকল গ্রাহক যদি ক্যাম্পেইনে অংশগ্রহণের উপযুক্ত হয়, সেক্ষেত্রে উক্ত দলটিকে যোগ্য বলে বিবেচিত করা হবে।

সফলভাবে দল বানানোর পর Send Money ছারাও দলের সকল মেম্বারকে প্রতি মাসে অন্তত একটি স্ব-সম্পাদিত (self-initiated) লেনদেন করতে হবে। বলে রাখা ভালো যেকোনোড়া Nagad User  অসংখ্য দল বানাতে পারেন, এবং যেকোনো Nagad User  অসংখ্য দলের সদস্য হতে পারবেন। তবে একই দলের তিনজন একাধিক দল তৈরী করতে পারবেন, সেক্ষেত্রে অন্তত একজন Uniqe Member থাকতে হবে।

দল বানানোর পর দলনেতা চাইলেই দল ত্যাগ করতে পারবেন না, আবার কোনো সদস্যকে বাদ দেওয়া কিংবা নতুন সদস্যও যুক্ত করতে পারবেন না। দলের বিস্তারিত চেক করার যাবে দলনেতার কাছে থাকা  Access Code ব্যবহার করে MicroSite Login এর মাধ্যমে। উপযুক্ত দলগুলোর মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী দল বাছাই করা হবে।

বলে রাখা ভালো নগদ বা নগদ এর কোনো প্রতিনিধি আপনার কাছে PIN বা কোনো ধরনের OTP Code চাইবেনা, বা লেনদেনও করতে বলবেন না। এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হলে বুঝে নিবেন আপনি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।

তবুও নগদ সম্পর্কিত যেকোনো ধরনের দ্বিধা বা জিজ্ঞাসা থাকলে  16167 বা 09609616167 নাম্বারে কল করে জানাতে পারেন আপনার সমস্যার কথা। এছাড়া নগদ থেকে আপনার সাথে শুধুমাত্র 16167 বা 09609616167 নাম্বার ব্যবহার করেই যোগাযোগ করা হবে কোনো জরুরি প্রয়োজনে।

 

  Google News প্রতিদিন আপডেট টেক নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Tech News, Tech Tips, Apon Academy, Viral News, Latest News, Bangla News, Product Review, Education, Entertainment, Technology, Bangla Tutorial, Outsourcing Bangla Tutorial, Web Development Tutorial, earn money online, make money online, Fiverr Bangla Tutorial Full Course 2024, Upwork bangla tutorial, freelancer, PeoplePerHour, Guru, Viral Post, Viral Video, Google News, Top News, Bangladesh, Kolkata, Upcoming Technology,

আরও পড়ুনঃ 
>> GTV Live – Watch Gazi Tv Live Online – GTV Live Cricket
>> কোন অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন ৫ ডলার ইনকাম | Earn $5 Daily Without Any Experience!
>> New Earning Tips From Tiktok 2024 | টিকটকে আয়ের নতুন সুযোগ
>> ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে দারাজ বাংলাদেশ
>> ইউটিউবের ভিডিও কপি পেস্ট করে লাখ টাকা উপার্জন – Copy Paste Work on YouTube

আমাদের সোশ্যাল মিডিয়া সুমহঃ

                       আপন একাডেমী ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ  এই পেজ ভিজিট করুন

                   আপন একাডেমী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:  এখানে ক্লিক করুন

                                      আপন একাডেমী টুইটার ফলো করতে: এখানে ক্লিক করুন

                                    আপন একাডেমী ইন্সটাগ্রাম ফলো করতে: এখানে ক্লিক করুন  

                        গুগল নিউজে আপন একাডেমী  সাইট ফলো করতে: এখানে ক্লিক করুন

                                     আপন একাডেমী টিকটক ফলো করতে: এখানে ক্লিক করুন

             Thanks for reading this post and Follow my Social Media Page or Groups.

Leave a Reply