Search Engine Optimization (SEO)- হল ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপুন অংশ। এদিকে এসইও এর সবচেয়ে গুরুত্বপুন অধ্যায় হল Onpage SEO এবং Off Page SEO ।
[lwptoc min=”2″ depth=”6″]
Off Page SEO Bangla | অফ পেজ এসইও কি? | Off Page SEO Techniques | SEO Bangla Tutorial
পূর্বেই আমরা On Page SEO Techniques নিয়ে আলোচনা করেছি। আজ আমরা Off Page SEO Techniques নিয়ে আলোচনা করব।
SEO এর ক্ষেত্রে আমরা যতটা অন পেজ এসইও কে গুরুত দিয়ে থাকি ঠিক ততটাই অফ পেজ এসইও কে গুরুত্ব দিতে হবে। কারন 40% Google Rank নির্ভর করে সঠিক অফ পেজ এসইও এর উপর। Off Page SEO এর মাধ্যমে Good Quality Backlink Generat করা যায়। যার ফলে গুগল এর কাছে Trusted Post হিসাবে পরি গণিতও হয়। এর ফলে Google Ranking এ প্রথম পেজ আসা যায়।
অন পেজ এসইও কি? (what is On Page SEO?)
Onpage SEO হল Website এর ভিতরে এসইও এর সকল Rules and Regulation মেনে এবং Google ও User Friendly করে Optimized করা। এই ক্ষেত্রে আপনাকে কনটেন্ট, ডেসক্রিপশন, টাইটেল এবং মেটা ট্যাগ অর্থাৎ আপনার সাইটের ভেতরের Elements গুলি Optimized করতে হয়। অন পেজ ফ্যাক্টর্সগুলি হল Content Management, Keyword Optimization, Internal Link, External Link, Page Speed Optimization ইত্যাদি।
অফ পেজ এসইও কি? (What is Off-Page SEO?)
Off-Page SEO হল Website এর বাহিরে গিয়ে ওয়েব পেজ সম্পর্কে তথ্য তুলে ধরা অর্থাৎ Backlink তৈরি করা।
এই ক্ষেত্রে আপনি সাইটের বাইরে থেকে কিছু কার্যকলাপ চালান যা আপনার সাইটে বেশি ট্রাফিক আসে, সাইটের লিঙ্কিং হয় এবং সাইটের বহিঃপ্রকাশ ঘটে। অফ পেজ ফ্যাক্টর্সগুলি হল Backlink, Social Media Marketing, Forum Posting, এবং Guest Blogging ইত্যাদি।
অফ পেজ এবং অন পেজ এসইও সম্পর্কে একটা বাস্তব উদাহারন দিয়ে যদি আমরা দেখি। ধরুন, আপনার একটা Super Shop রয়েছে যাতে সব ধরনের পণ্যই রয়েছে। এবার, এটাকে খুব সুন্দর করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিয়ে সাজিয়েছেন। এই Super Shop হল আপনার Website আর Product গুলো হল আপনার কন্টেন্ট । আর এই Content কে সুন্দর করে সাজিয়ে রাখাই হল অফ পেজ এসইও।
আবার ধরুন, আপনি Super Shop করেছেন, এতে খুব সুন্দর করে ক্রেতার চাহিদা মত পণ্য দিয়ে সাজিয়েছেন । এবার আপনার সুপার শপ এর বাহিরে গিয়ে আপনার Super Shop সম্পর্কে মানুষের কাছে মার্কেটিং করছেন। এর ফলে আপনি direct customer পাচ্ছেন । এর ফলে আপনি দোকানের সাথে ক্রেতাদের Bonding হচ্ছে মানে ব্যাকলিঙ্ক তৈরি হচ্ছে । আর এই মার্কেটিং পদ্ধতিই হল অফ পেজ এসইও।
আপনার শপ রয়েছে কিন্তু তাতে কেতার চাহিদা অনুযায়ী পণ্য নেই। তাহলে আপনার Super Shop চলবে না। তেমনি আপনার ওয়েবসাইট এ যদি তথ্য ভিত্তিক কোন Content না থাকে তাহলে আপনি যত ভালই অফ পেজ এসইও তথা মার্কেটিং করেন না কেন, কোন লাভ হবে না।
আরও পড়ুনঃ On Page SEO | অন পেজ এসইও কি | On Page Optimization | SEO Bangla Tutorial
অফ পেজ এসইও কিভাবে করবেন? (How to do off page SEO?)
Off-Page SEO করার অনেক গুলো পদ্ধতি রয়েছে ঠিকই কিন্তু গুগল সহ অন্যান্য সার্চ ইন্জিন গুলো প্রতিনিয়ত তাদের Algoridam পরিবর্তন করে থাকেন। এর ফলে সার্চ ইন্জিন গুলো কোন Method কখুন কাজ করে তা প্রতিনিয়ত খেয়াল রাখাতে হবে।
2021 সালে যে Off Page SEO Techniques গুলো সার্চ ইন্জিন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তা নিয়ে আলোচনা করা হল।
- ব্লগ কমেন্টিং
- ফোরাম পোস্টিং
- আর্টিকেল সাবমিসন
- ইনফোগ্রাফিক্স সাবমিশন
- ডকুমেন্ট সাবমিশন
- গেস্ট পোস্টিং
- ভিডিও সাবমিশন
- সোশ্যাল বুকমার্কিং
- সোশ্যাল শেয়ার
- ডিরেক্টরি সাবমিশন
- ব্লগ কার্নিভাল
অফ-পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ? (Why is off-page SEO important?)
সার্চ এলগোরিদম এবং রাঙ্কিং ফ্যাক্টরসগুলি সর্বদা পরিবর্তন হচ্ছে , যা আমরা সঠিক ভাবে জানিনা । সার্চ ইঞ্জিন গুলো সবদা কাজ করে যাচ্ছে কিভাবে ভিজিটর দের বেস্ট সার্চ রেজাল্টগুলি দেখানো যায়। তাই প্রতিনিয়ত AI Algorithm Update করে যাচ্ছে । তবেও কিছু Universal Off Page SEO Techniques রয়েছে । যার মাধ্যমে, আমরা আমাদের ওয়েব পেজ গুলোকে রাঙ্কিং করতে পারি।
যদি আমরা সঠিক ভাবে Offpage SEO করতে পারি তাহলে অনেক সুবিধা পেয়ে থাকব যেমনঃ আপনার Website / Blog Post কে Search Enging Result Page (SERPs )এ প্রথম পেজ আনতে পারবেন যার ফলে আপনি কাঙ্ক্ষিত ভিজিটর পাবেন।
যত ওপরে থাকবে আপনার ওয়েব পেজ ততোই রেঙ্ক করবে যার ফলে Google এর কাছে সাইট এর গুরুত বারবে। এর ফলে Domain Authority ও Page Authority বারবে। যার ফলে সাইটের প্রতি ব্যবহারকারীদের বিশ্বাস ও ভরসা তৈরি হবে।
অনেক কথাই বলাম, তো চলুন সেরা কিছু অফ-পেজ এসইও টেকনিক ( Off Page SEO Step by Step ) জেনে নেই।
অফপেজ এসইও এর গুরুত্বপূর্ণ উপায়গুলো নিম্নে তুলে ধরা হলোঃ
আরও পড়ুনঃ এসইও কি? – কেন শিখব – অনলাইন সার্চে শীর্ষ স্থান পেতে এসইওর ভূমিকা কি?
Backlink তৈরি করুন
Off Page SEO এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো ব্যাকলিংক। Backlink হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য অন্য একটি ওয়েবসাইট হতে প্রাপ্ত একটি Recommendation । অর্থাৎ একটি External Link যা আপনি অন্য একটি ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন।
আরো সহজ ভাবে যদি বলি তা হল, অন্য কোন একটি ওয়েবসাইট যখন তাদের অর্টিকেল বা পোষ্টে লেখে তখন, আপনার পোষ্ট বা Website লিংক কে Refer স্বরুপ Do Follow হিসাবে ব্যবহার করবে তখন তাকে Organic Backlink বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আপনি উক্ত ওয়েবসাইট হতে আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক পেয়ে গেলেন।
Backlink বিস্তার এক বিষয় , ব্যাকলিংক নিয়ে সঠিক ভাবে কাজ করতে না পারলে হিতে বিপরিত হতে পারে।
ব্যাকলিংক এর গুরুত্ব ( Importance of Backlink)
Backlink এর গুরুত্ব বুজতে হলে আপনাকে বুজতে হতে Google Algorithm, মনে করুন, আপনি Google / Bing এ ” ডিজিটাল মার্কেটিং কি? ” লিখে সার্চ করেছেন তখন Google / Bing আপনাকে ১০ টি Result দেখাবে নিচের ছবির মত।
এখন ফলাফল হাজার থেকে লক্ষ্যধিক হতে পারে তবে Google/ Bing তার প্রথম পেজে মাত্র ১০ টি ফলাফল প্রদর্শন করবে। আর এখানেই হলো আসল কেরামতি, উক্ত হাজার হাজার ওয়েবসাইট গুলোর মধ্যে গুগল দেখবে কোন কোন ওয়েবসাইট গুলো সবচেয়ে বেশি সংখ্যাক High DA and PA Website গুলোর সাথে কানেক্টেড। অর্থাৎ কোন ওয়েবসাইট গুলোর ব্যাকলিংক সবচেয়ে বেশি এবং বিশ্বাসযোগ্য।
ব্যাকলিংক মূলত দুই প্রকার –
- নো-ফলো ব্যাকলিংক (No-Follow Backlink)
- ডু-ফলো ব্যাকলিংক (Do-Follow Backlink)
সোস্যাল মিডিয়া – Social Media Engagement
অফ পেজ এসইও এর জন্য সোস্যাল মিডিয়া অনেক বেশি গুরুত্ব বহন করে। প্রাথমিক অবস্থায় নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলেই তো আর ভিজিটর আসবে না। তাই নতুন অবস্থায় আপনার ট্রাফিকের একমাত্র ভরসা হল সোস্যাল মিডিয়া । আপনার ওয়েবসাইট, Social Media গুলোত যত বেশি Active টাকবে তো বেশি Engagement বারবে এর ফলে Search Engine গুলোর কাছে পরিচিতি ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এর ফলে Search Rank বারবে। যদিও Social Media Visitor এর ক্ষেত্রে সিপিসি রেট খুবই কম থাকে।
জনপ্রিয় কিছু সোস্যাল মিডিয়া সাইট নীচে দেওয়া হল:
- Faceboook
- Twitteer
- TikTok
- Youtube
এই সকল Social Media থেকে যে বাচক্লিঙ্ক পাবেন তা সবই No-Follow Backlink । তার পরও আপনি অনেক বেশি পোষ্ট Engagement পাবেন । যার ফলে Valid Social Traffic or Organic Traffic পাবেন।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কি? | ডিজিটাল মার্কেটিং এর সুবিধা | ডিজিটাল ও প্রচলিত মার্কেটিং এর মধ্যে পার্থক্য
সোস্যাল বুকমার্কিং – Social Bookmarking
সোস্যাল বুকমার্কিং হল Social Media এর একটি শাখা। আপনি চাইলে আপনার ওয়েবসাইট গুলো বুকমার্ক করে রাখতে পারবেন। এর ফলে আপনি সোস্যাল মিডিয়া গুলো থেকে Permanent Do-Follow Backlink Generat করতে পারবেন।
কেমন করে সোস্যাল বুকমার্কিং করব? – প্রশ্ন আসতেই পারে। ধরুন, আপনি ফেসবুক অথবা পিন্টারেস্ট এ অ্যাকাউন্ট করেছেন। এক্ষেত্রে আপনাকে কিন্ত প্রোফাইল এ Bio লিখতে হয়, জাস্ট bio লেখার শেষে আপনার website link দিয়ে দিবেন ব্যাস আপনার একটা স্থায়ী Backlink তৈরি হয়ে গেল । যেহেতু এই Social Media গুলোর Page Rank ও Domain Authority ভাল তাই , আপনার ওয়েবসাইট Google এর কাছে গ্রহন যোগ্যতা বারবে। এর ফলে আপনার ওয়েবসাইটকে ব্রান্ডে পরিনত করতে পারবেন এই সোস্যাল বুকমার্কিং এর মাধ্যমে।
বেশ কিছু জনপ্রিয় Bookmarkeing Sites List দেওয়া হল:
- Scoop.it
- reddit.com
- stumbleupon.com
- tumblr.com
- pinterest.com
- digg.com
- delicious.com
- technorati.com
ফোরাম পোস্টিং – Forum Submission
অফ–পেজ এসইও জন্য ফোরাম পোস্টিং খুবি কার্যকারী পধতি । এই পধতি লিংক বিল্ডিং এর অংশ । High DA এবং PA সাইট গুলোতে গিয়ে আপনার Nichs / Topic Related সমস্যার সমাধার দিয়ে প্রছুর Trusted Organic Traffic আনতে পারবেন।
সমস্যার সমাধান বা প্রশ্নের উত্তর দেওয়া সাথে সাথে আপনার ওয়েবসাইট বা পোষ্ট লিংক জুরে দিতে পারবেন। অনলাইনে এরকম অনেক High Quality Do-Follow Forum Posting Site রয়েছে।
জনপ্রিয় কিছু ফোরাম পোস্টিং সাইট লিস্ট দেওয়া হল :
- Quora
- Hard Forum
- NamePro.com
- AndroidForums.com
- WarriorForum.com
- addthis.com/forum
- bbpress.org/forums
- flickr.com/help/forum/en-us
- digitalocean.com/community
- siteownersforums.com
- moz.com/community/q
Blog Directory Submission / High DA and PA directory submission websites list
খুব সহজে ভাল ভাল High Quality Backlink তৈরি করার জন্য directory submission websites গুলি খুবি ভাল কার্যকারী উপায়। আপনার টপিচস এর সাথে মিল আছে এমন সাইট গুলোতে Signup করে নিতে হবে, এর পর আপনার টপিচস এর সাথে মিল রেখে Category select করে আপনার পোষ্ট অথবা ওয়েবসাইট URL দিয়ে Submission করলে, আপনি একটি করে ফ্রী Do-Follow Backlink পাবেন।
বেশ কিছু জনপ্রিয় Directory Submission Website List দেওয়া হলঃ
- directory.entireweb.com
- sitepromotiondirectory.com
- a1webdirectory.org
- Viesearch.com
- LinkCentre.com
- HighRankDirectory.com
- SitesWebDirectory.com
- SoMuch.com
- ndiblogger.in
- logadda.com
- oingboing.net
- hewebdirectory.org
- iteswebdirectory.com
- 0directory.com
গেস্ট পোষ্টিং- Guest posting
গেস্ট পোষ্টিং অফ পেজ এসইও জন্য অনেক Powerful একটা মাধ্যম। Guest Posting কে অনেক সময় Guest Blogging ও বলে থাকে।
গেস্ট পোষ্টিং মানে হল অন্য কারও Blog এ আপনার লেখা পোষ্ট পাবলিশ করা। আপনি হয়তবা বলতে পারনে ভাই, আমি এতো পরিশ্রম করে লিখে কেন অনের ব্লগে পাবলিশ করব?
দেখুন, গেস্ট পোষ্টিং এমন একটা মাধ্যম যার ফলে আপনি পোষ্ট শেষে সৌজন্য লিংক তথা আপনার ওয়েবসাইট লিংক দিতে পারবেন এবং এই সাইট গুলোতে আপনার প্রোফাইল থাকবে সেখানে আপনার ওয়েবসাইট লিংক দিতে পারবেন। এর ফলে আপনি প্রচুর High Quality Backlink ও Direct Traffic পাবেন।
জনপ্রিয় বেশ কিছু Guest posting Site List দেওয়া হলঃ
- Techtube.co
- AponAcademy.com
- Quora.com
আরও পড়ুনঃ Online Portfolio | Online Personal Profile | Free Resume Builder | পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন
প্রশ্ন উত্তর সাইট – Question and answer sites
Yahoo Answer ও Quora বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি প্রশ্ন উত্তর সাইট। এই সাইট গুলো World Wide ভাবে জনপ্রিয় । বিশেষ করে Quora বিশ্বের প্রায় সকল ভাষায় ব্যবহার করা যায়। এখানে আপনার ওয়েবসাইট তথা Niche এর উপর ভিত্তি করে আপনার Audience কে Target করে যেমন Question করতে পারবেন, ঠিক তেমনি প্রশ্নের উত্তর ও দিতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রত্যেকটি Individual পাঠককে মেসেজও পাঠাতে পারবেন। এখানে আপনি প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে Reference হিসাবে আপনার ওয়েবসাইট লিংকও দিতে পারবেন। এর ফলে প্রচুর Direct Visitor পাবেন। এতে করে আপনার গুগল পেজ রাঙ্ক বারবে ।
জনপ্রিয় কিছু Question Answer sites List দেওয়া হলো
- Quora
- Yahoo Answers
- Answers
ভিডিও শেয়ারিং সাইট – Video Submission Site
ভিডিও মার্কেটিং Off Page SEO Optimization এর জন্য একটি গুরুতপুন মাধ্যম, কারণ এটি আপনার Website / Blog site কে সবার কাছে খুব সহজে পরিচিত করে তোলে পাশাপাশি প্রচুর পরিমানে Valid Organic Traffic পাওয়া যায় । এছাড়াও High Quality Backlink তৈরি হয়।
বেশ কিছু জনপ্রিয় Video Submission Site List দেওয়া হলঃ
- youtube.com
- dailymotion.com
- vimeo.com
- vine.co
- metacafe.com
Image Submission Website
অনলাইন এ প্রচুর Do Follow Image Sharing Sites পাওয়া যায়। এই সাইট গুলোতে Image Submit করে High Quality Backlink তৈরি করতে পারবেন। Image Upload করার আগে ভাল করে Image Optimization করে নিবেন।
বেশ কিছু জনপ্রিয় Image Submission Website List দেওয়া হল:
- medifire
- interest
- nstagram
- lickr
- mgur
- icasa.google.com
- Shutterfly
- Photobucket
ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংক – Slide Sharing
ডকুমেন্ট শেয়ারিং খুব সহজ একটা ব্যাকলিংক বিল্ডিং প্রক্রিয়া। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে আপনার নিজের তৈরী ডকুমেন্ট যেমন, স্লাইড, পি ডি এফ, ভিডিও শেয়ার করতে দিবে।
প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার নিশ রিলেটেড কিছু ডকুমেন্ট তৈরী করতে হবে। সেইটা হতে পারে স্লাইড বা পিডিএফ। এবার ডকুমেন্ট শেয়ারিং সাইটে তা আপলোড দিয়ে, ডেসক্রিপশনে সুন্দর করে ওই বিষয়টার বর্ণনা দিতে হবে এবং তার মধ্যে আপনার সাইটের লিংটা দিয়ে দিতে হবে। ডকুমেন্ট শেয়ার করার জন্য স্লাইডশেয়ার.নেট অনেক ভাল একটা ওয়েব সাইট।
বেশ কিছু জনপ্রিয় Document Shearing Site List দেওয়া হল:
- dropbox.com
- scribd.com
- 4shared.com
আরও পড়ুনঃ ইসমে আজম – মনের আশা পূরণ হওয়ার দোয়া
ব্রোকেন লিংক বিল্ডিং – Broken Link Building
আপনার ওয়েবসাইট এ যদি প্রচুর ভিজিটর আনতে চান, তাহলে অবশই Broken Link একটি কার্যকারী উপায়। Link Building করার জন্য অথবা Organic Backlink তৈরির জন্য ব্রোকেন লিংক বিল্ডিং হল সহজ কার্যকরী উপায়।
এই ব্রোকেন লিংক বের কারা খুবি সহজ। ব্রোকেন লিংক বিষয়ে আমরা বিস্তারিত জানব পরবর্তী পোস্টে দেখব।
Web 2.0 Submission
Off-Page SEO এর জন্য এটি খুবই জনপ্রিয় প্রধতি । এই মাধ্যমে খুব সহজে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। কিছু High Quality Domain কর্তৃপক্ষের ওয়েবসাইটে Sub Domain তৈরি করে শেখানে ফ্রীতে কন্টেন্ট পোস্ট করতে পারবেন।
এরকম বেশ কিছু জনপ্রিয় Web2.0 Submission List দেওয়া হলঃ
- Tumbler
- Blogger
- WordPress
- wix.com
প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক (PBN) ব্যাকলিংক
Privet Blog Network এই পধতিতে খুব সহজে একটা ওয়েব সাইট কে দ্রুত রাঙ্কিং করানো যায় । পি. বি. এন প্রধতিতে Backlink Generat করার সবথেকে জনপ্রিয় মাধ্যম । এটি অতাধিক বায়বহুল প্রধতি, এটাকে অনেকই হোয়াইট হ্যাট আর ব্লাক হ্যাট এস ই ও এর মাঝামাঝি! মানে গ্রে হ্যাট এসইও বলে থাকেন । আপনার Backlink করার প্রধতির উপর নির্ভর করবে এটা ব্ল্যাক হ্যাট হবে না হোয়াইট হ্যাট হবে। আপনি যদি সঠিক ভাবে Backlink করতে পারেন, তাহলে ১ ~২ মাসের মধ্য রাঙ্কিং করান সম্ভব। এটা নিয়ে বিস্তারিত অন্য এক পোস্টে আলোচনা করবে। ইনশা আল্লাহ
Analysis Tools
অফ–পেজ এসইও জন্য কম্পিটিটর Analysis গুরুত্বপূর্ণ, তাই বেশ কিছু Analysis Tools
কাজ করতে ব্যবহার করা লাগে, সেগুলো দেওয়া হলো:
- Ahrefs
- Moz Link Explorer
- SEMrush
- Ubersuggest
- Buzzsumo
শেষ কথাঃ
একটা ওয়েবসাইট কে রাঙ্কিং এ আনার জন্য মানে SEO কারার ক্ষেত্রে On page SEO যেমন গুরুত্বপুন তেমনি Off Page SEO Techniques ও খুবি গুরুত্বপুন । যদি ভালো কিছু করতে চান মানে Instant Target Traffic আনতে চান আপনার ওয়েবসাইট , সেক্ষেত্রে অফ পেজ এসইও এর কোন বিকল্প নাই।
আশা করি, বিষয় গুলো বুঝাতে পেরেছি। আরও কোন প্রশ্ন বা উপদেশ থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাবে । ইনশা আল্লাহ , উত্তর দেওয়ার চেষ্টা করব ।